সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমকে দিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) কাঠমিস্ত্রির মেয়ে। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬০০-তে ৬০০ পেয়ে নজির গড়লেন তিনি। ছ’টি বিষয়ের প্রতিটিতেই ১০০-তে ১০০ পেয়েছেন তিনি। সোমবার তামিলনাড়ুর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্রীর চমকে দেওয়া ফলের কথা ঘোষণা করেছে। যা নিয়ে হইচই শুরু হয়েছে তামিলনাড়ু ছাড়িয়ে গোটা দেশে। সকলেই কুর্নিশ জানাচ্ছেন সেরার মধ্যে সেরা ছাত্রীকে। অভিনন্দন জানিয়েছেন খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (CM MK Stalin)।
কৃতি ছাত্রীর নাম এস নন্দিনী। তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার বাসিন্দা তিনি। বাবা পেশায় কাঠমিস্ত্রি। গরিব ঘরে শিক্ষার আলো জ্বালা নন্দিনী জানিয়েছেন, ভবিষ্যতে অডিটর হতে চান। তাঁর কথায়, “৬০০-তে ৬০০ পেয়ে আমি খুশি। এই সাফল্য আমার বাবা-মা এবং শিক্ষকদের উৎসর্গ করতে চাই। আত্মবিশ্বাসী হলে সাফল্য অর্জন করা সম্ভব।” মুখ্যমন্ত্রী স্ট্যালিন আশ্বাস দিয়েছেন, উচ্চ শিক্ষার জন্য সরকারের তরফে সাহায্য করা হবে নন্দিনীকে।
পিতৃহারা মনীষা। মা পেশায় সাফাইকর্মী। তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পেয়েছেন ৪৯৯। ভবিষ্যতে পুলিশ অফিসার হতে চান মনীষা। তাঁর কথায়, শিক্ষা এবং প্রতিভার জোরে ব্যক্তির আর্থসামাজিক বদল আনা সম্ভব। উল্লেখ্য, তামিলনাড়ুতে এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ৩ হাজার ৩৮৫ জন। কৃতকার্য হয়েছেন ৭ লক্ষ ৫৫ হাজার ৪৫১ জন। ছেলেদের পাশের হার ৯১.৪৫ শতাংশ, মেয়েদের পাশের হার ৯৬.৩৮ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.