সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকাল ট্রেনে বাদুড়ঝোলার অবস্থা। তিলধারণের জায়গা নেই। কিন্তু এসবের মধ্যেও নিত্যযাত্রীদের কেউ কেউ ঠিক তাস পেটানোর জায়গা বের করে নেন। এদের অধিকাংশই অফিসযাত্রী। কেউ মিতভাষী তো কেউ আবার মুখেন মারিতং জগত। নিজেদের বিশ্বখ্যাত তাস-খেলিয়ে বলে জাহিরও করেন অনেকে। শুধু লোকাল ট্রেন কেন, বাংলার অলিতে-গলিতে, পাড়ার রোয়াকে কিংবা চায়ের দোকানে, তাস খেলার প্রচলন কিন্তু সর্বত্র। এ হেন তাস-খেলিয়ে বঙ্গ সমাজ কি ‘রুইতনের আট’ তাসটির এই বিশেষ বিশেষত্বটি জানে? প্রশ্নটি আমরা করছি না, প্রশ্নটি আমজনতার উদ্দেশে ছুঁড়ে দিয়েছিলেন জনৈক এক নেটিজেন। তাঁর সেই টুইট এখন নেটদুনিয়ায় ভাইরাল।
কিন্তু কি এমন বিশেষত্ব রুইতনের আটের। আসলে অন্য তাসের মতোই রুইতনের আটের উপরে ও নিচে ইংরেজির 8 বর্ণটি লেখা থাকে। কিন্তু শুধু উপর-নিচে নয়, তাসটিতে আরও এক জায়গায় লুকিয়ে আছে 8 বর্ণটি। কিন্তু কোথায়? খোলসা করেই বলা যাক। আসলে তাসটিকে যদি ভাল করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মাঝখানে যে ৮টি ডায়মন্ড প্রতীক রয়েছে সেই প্রতীকগুলির মাঝখানের সাদা জায়গাগুলিকে জুড়লেই পেয়ে যাবেন ইংরেজির 8।
Pink-নামের টুইটার প্রোফাইল থেকে প্রথম টুইটে প্রশ্নটি করা হয়। প্রশ্নটি ছিল এইরকম, রুইতনের আটের মাঝখানে একটি আট আছে সেটা আপনার কত বছর বয়সে প্রথম লক্ষ্য করেন? প্রশ্ন শুনে নেটদুনিয়া তাজ্জব। অনেকেই বললেন, এর আগে এই তাসটির বিশেষত্ব তাঁরা লক্ষ্য করেননি। কেউ কেউ আবার বলছেন, মহাবিশ্বের হাজারো রহস্যের মতো এটিই তাদের কাছে রহস্যময় ছিল।
What age were you when you first saw the 8 in the middle of the 8 of diamonds? 😯 pic.twitter.com/GjRLkyl7Vu
— Plink (@PlinketyPlink) November 17, 2018
What age were you when you first saw the 8 in the middle of the 8 of diamonds? 😯 pic.twitter.com/GjRLkyl7Vu
— Plink (@PlinketyPlink) November 17, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.