Advertisement
Advertisement

Breaking News

Diamond

৫০ হাজার হিরের তৈরি মহার্ঘ আংটি, বিশ্বরেকর্ড মুম্বইয়ের গয়না সংস্থার, দাম কত?

সূর্যমুখী আংটি তৈরি করতে সময় লেগেছে ১১ মাস।

This Mumbai Jeweller's Ring With Over 50,000 Diamonds Sets New World Record | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 30, 2023 3:50 pm
  • Updated:April 30, 2023 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন হিরক রাজার দেশের কল্পিত গয়না! এই আংটির কথা শুনলে মনে পড়বে কহিনূর থেকে ময়ূর সিংহাসনের বৈভব। একটিমাত্র আংটি গড়া হয়েছে ৫০ হাজারেরও বেশি হিরে (Diamond) দিয়ে। নজির গড়ে বিশ্বরেকর্ড করেছে মুম্বইয়ের (Mumbai) একটি গয়না সংস্থা। পুনর্ব্যবহারযোগ্য সোনা এবং ৫০ হাজার ৯০৭টি হিরে দিয়ে বানানো ওই আংটি নাম তুলেছে গিনেস রেকর্ড বুকে (Guinness Book of World Record)। কত দাম?

সংস্থা সূত্রে জানা গিয়েছে, মহার্ঘ আংটির ওজন ৪৬০ গ্রাম ৫৫ মিলিগ্রাম। সূর্যমুখী ফুলের আদলে বানানো আংটির নাম দেওয়া হয়েছে ‘ইউটেরিয়া’। যার অর্থ ‘প্রকৃতির এক জন’। দুই দফায় আংটি তৈরিতে সময় লেগেছে মোট ১১ মাস। পালিশের পিছনে খরচ হয়েছে মাস চারেক সময়। গত ১১ মার্চে বিরল আংটির নকশা সম্পূর্ণ করে এইচকে ডিজাইন এবং হরি কৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। আংটির নকশাটি হল সূর্যমুখী ফুলের উপরে বসা একটি প্রজাপতী। হরি কৃষ্ণ এক্সপোর্টসের তরফে জানানো হয়েছে, সবচেয়ে বেশি হিরে দিয়ে তৈরি আংটির দাম ৬ কোটি ৪০ লক্ষ টাকা।

Advertisement

[আরও পড়ুন: বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দলের জের! রাজ্যে ক্রমশ কমছে পর্যবেক্ষকদের আসা-যাওয়া]

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তরফে বলা হয়েছে, ১৮ ক্যারেট সোনায় প্রত্যেক পাপড়ি আলাদা ভাবে গড়া হয়েছে। সবশেষে তা একসঙ্গে রূপ দেওয়া হয়েছে। প্রত্যেক হিরক খণ্ডকে নিখুঁত ভাবে বসাতে ৯ মাস সময় লেগে যায়। অন্যদিকে প্রজাপতির ডানা তৈরি করতে রেডিয়াম ব্যবহার করা হয়েছে। মোট আট খণ্ড জুড়ে বানানো হয়েছে আংটি। যা বর্তমানে গোটা পৃথিবীর মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

[আরও পড়ুন: ‘সেলফি উইথ ডটার’ থেকেই ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, শততম ‘মন কি বাতে’ জানালেন মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement