Advertisement
Advertisement

Breaking News

Guinness world record

হিল জুতো পরে দ্রুততম ১০০ মিটার! গিনেস বুকে স্প্যানিশ যুবক, ভাইরাল ভিডিও

জানেন কত সেকেন্ডে ১০০ মিটার দৌড়লেন যুবক?

This man from spain runs 100 meters in 12 82 seconds while wearing high heels to win Guinness world record | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 24, 2023 8:04 pm
  • Updated:June 24, 2023 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই কাজ কিংবদন্তি কার্ল লুইস কিংবা উসেইন বোল্টেরও সাধ্যের অতীত। হিল জুতো পরে ১০০ মিটার দৌড়লেন স্প্যানিশ যুবক। কঠিন কাজ সারলেন মোটে ১২.৮২ সেকেন্ডে। নাম তুললেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও (Guinness World Record)। যুবকের অভিনব দৌড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গিনেস কমিটি। ভাইরাল হয়েছে সেই ভিডিও। কাণ্ড দেখে অবাক নেটদুনিয়া।

অভিনব দৌড়ে রাতারাতি খ্যাতিমান ৩৪ বছরের ক্রিশ্চিয়ান রবের্তো লোপেজ রডরিগেজ। গিনেস রেকর্ডের তরফে জানানো হয়েছে, ২.৭৬ ইঞ্চির হিল জুতো পরে ১০০ মিটার দৌড়েছিলেন ক্রিশ্চিয়ান। সময় নিয়েছেন ১২.৮২ সেকেন্ড। যা নতুন রেকর্ড। তিনি আন্দ্রে অরটলফকে হারিয়ে দিয়েছেন। ২০১৯ সালে অরটলফ ১০০ মিটার দৌড়তে সময় নেন ১৪.০২ সেকেন্ড। অর্থাৎ প্রায় ২ সেকেন্ডের কম সময়ে হিল জুতো পরে দৌড়ে নজির গড়েছেন ক্রিশ্চিয়ান।

Advertisement

[আরও পড়ুন: সীমান্ত-সন্ত্রাস নিয়ে একসুর ভারত-আমেরিকার, রেগে লাল ‘মদতদাতা’ পাকিস্তান]

ক্রিশ্চিয়ান একজন ডায়বেটিক রোগী। তিনি বলেন, “এই দৌড়ের জন্য কঠোর অনুশীলন করতে হয়েছিল। হিল জুতো পরে জোরে দৌড়নো চ্যালেঞ্জিং ছিল।” তাঁর কথায়, “প্রমাণ হল কজন ডায়বেটিক রোগী এমন কিছু করতে পারেন, যা সুস্থ মানুষের পক্ষে করাও কঠিন।” উল্লেখ্য, বোল্ট বিশ্বের দ্রুততম মানুষ। ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে। ক্রিশ্চিয়ান হিল জুতো পরে বোল্ডের চেয়ে ৩.২৪ সেকেন্ড বেশি সময়ে ১০০ মিটার অতিক্রম করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Guinness World Records (@guinnessworldrecords)

[আরও পড়ুন: আমেরিকায় মোদির সঙ্গে সাক্ষাতের পরই বড় ঘোষণা গুগল, আমাজনের মতো টেক জায়ান্টদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement