সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলগেরিয়ার দৃষ্টিশক্তিহীন মহিলা ‘নস্ত্রাদামুস ‘ বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যদ্বাণী নাকি মিথ্যে হয় না। তিনি বলছেন মানে ঘটবেই! ২০২২ সালের প্রাকৃতিক বিপর্যয়গুলি নিয়ে তিনি যা বলেছিলেন, কতকটা তাই ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের জল সংক্রান্ত বিপর্যয়ের কথা বলেছিলেন বাবা ভাঙ্গা। বাস্তবে তাই ঘটেছে। চলতি বছরে বহু দেশে ভয়াবহ বন্যা হয়েছে। ইউরোপে ইতালি ও পর্তুগালের বহু এলাকা জলে ডুবেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও এশিয়ার একাধিক দেশও বন্যার কবলে পড়ে। তার মধ্যে রয়েছে ভারতের অসম, কর্ণাটক-সহ একাধিক রাজ্য। ভয়ের হল এর চেয়েও আতঙ্কের ভবিষ্যদ্বাণী রয়েছে ২০২৩-এর জন্যে।
বাবা ভাঙ্গার নিদান অনুযায়ী গোটা পাঁচেক ভয়ংকরতম ঘটনা ঘটতে চলেছে আগামী বছরে। সেগুলি কী কী?
১) তাঁর মতে একটি বড় ও শক্তিশালী দেশ জৈব অস্ত্রের হামলা চালাতে পারে অন্য দেশের উপরে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন (Ukraine-Russia War) যুদ্ধ চলছে বর্তমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার পরমাণু হামলার হুমকি দিয়েছেন। তাহলে কি পরমাণু নয় জৈব অস্ত্র ব্যবহার করবেন পুতিন?
২) ভবিষ্যতবক্তার মতে ২০২৩ সালে হতে পারে ভয়ংকর সৌরঝড়। যা পৃথিবীর অভিকর্ষের বড়সড় ক্ষতি করে দেবে।
৩) এছাড়াও আগামী বছর এলিয়েনের হামলা হতে পারে পৃথিবীতে। বাবা ভাঙ্গার মতে এর ফলে গোটা পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।
৪) বিস্ফোরণ ঘটতে পারে পরমাণু চুল্লিতে। এর ফলে আকাশে ছড়াবে বিষাক্ত মেঘ। দূষিত আবহাওয়ার কারণে এশিয়ার বহু মানুষ মারণ রোগে আক্রান্ত হবেন বলে আশঙ্কা।
৫) বাবা ভাঙ্গার মতে, ২০২৩ সাল থেকে ল্যাবরেটরিতে জন্মাবে মানব শিশু। এখন থেকে সন্তানের গায়ের রঙ ফর্সা না কালো হবে, তা ঠিক করার সুযোগ পাবেন বাবা-মা। অর্থাৎ মানুষের জন্মের বিষয়টি নিয়ন্ত্রণ করবে খোদ মানুষই।
প্রসঙ্গত, বাবা ভাঙ্গার আসল নাম ভ্যাঞ্জেলিয়া গুশতেরোভা। ১৯৯৬ সালে মারা যান তিনি। বাবা ভাঙ্গার ভবিষ্যত্গণনার মধ্যে ৮৫ শতাংশই নির্ভুল বলে জানান গবেষকরা। এই সব গণনার মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়নের পতন, চেরনোবিল বিপর্যয়, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, আমেরিকায় ৯/১১ হামলা, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার নির্বাচন, সুনামি ইত্যাদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.