Advertisement
Advertisement
photographer

বিয়েতে মোটা খরচে ফটোশুট, ডিভোর্স হতেই ফটোগ্রাফারের কাছে টাকা ফেরত চাইলেন তরুণী!

টুইটারে ভাইরাল তরুণীর সঙ্গে ফটোগ্রাফারের কথোপকথন।

This Divorced woman seeks refund from wedding photographer 4 years after marriage | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 10, 2023 12:52 pm
  • Updated:May 10, 2023 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব দাবি আর কাকে বলে! বিয়ের দিনে তোলা ছবি ফেরত নিয়ে ফটোগ্রাফারের কাছে টাকা ফেরত চাইলেন বিবাহবিচ্ছিন্না এক তরুণী। বিয়ের চার বছর পর এই দাবি করেছেন তিনি। এমন ঘটনার কথা প্রকাশ্যে আনেন ফটোগ্রাফার তরুণ। তরণীর সঙ্গে কথোপথনের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেন তিনি। যে দেখে হতবাক নেটজেনরা। ভাইরাল হয়েছে সেই স্ক্রিনশট।

এই কাণ্ড দক্ষিণ আফ্রিকার (South Africa)। হোয়াটসঅ্যাপ চ্যাট সূত্রেই জানা গিয়েছে, ডারবানের বাসিন্দা ওই তরুণীর বিয়ে হয়েছিল ২০১৯ সালে। ঝলমলে সেই দিনে স্বামীর সঙ্গে ফোটোশুট করেছিলেন তিনি। তার জন্য মোটা টাকা দিয়েছিলেন ওয়েডিং ফোটোগ্রাফারকে। যদিও সেই বিয়ে টেকেনি। বর্তমানে বিবাহবিচ্ছিন্না তরুণী। ফলে ওই ফোটোশুট অর্থহীন হয়ে পড়েছে তাঁর কাছে। এই অবস্থায় যাবতীয় ছবি ফটোগ্রাফারকে ফেরত দিতে চান তরুণী, বিনিময়ে ছবি তোলার খরচ ফেরত চান তিনি। এমন আবদারে চমকে যান ফটোগ্রাফার তরুণ।

Advertisement

[আরও পড়ুন: নেশা ও পর্নোগ্রাফিতে বুঁদ হয়ে ৩০টি শিশুকে যৌন হেনস্তা করে খুন! দোষী সাব্যস্ত যুবক]

টুইটারে যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেখানে তরুণীর বক্তব্য, “জানি না আমাকে মনে আছে কি না আপনার। ২০১৯ সালে ডারবানে আমার বিয়ের ছবি তুলেছিলেন আপনি। জেনে রাখুন, আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। ফলে ওই ছবিগুলি আমার ও আমার স্বামীর দরকার নেই। আমার অনুরোধ, ছবি নিয়ে টাকা ফেরত দিন।”

[আরও পড়ুন: যোগীরাজ্যে বঞ্চিত সরকারি কর্মীরা! কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে আন্দোলনের ডাক]

তরুণীর এমন দাবিতে বেজায় চমকান ফটোগ্রাফার। শুরুতে ভেবেছিলেন কেউ বুঝি মজা করছে তাঁর সঙ্গে। যদিও পরে বুঝতে পারেন, প্রকৃত অর্থেই চার বছর আগের ওয়োডিং শুটের পুরো খরচ ফেরত চাইছেন তরুণী। শেষ পর্যন্ত জানিয়ে দেন, ওয়েডিং শুটের টাকা ফেরানোর নিময় নেই। কাজেই টাকা ফেরত দেওয়া যাবে না। টুইটার পোস্টের ক্যাপশানে ফটোগ্রাফার তরুণ লেখেন, “আমি শপথ করছি আমার জীবন একটি চলচ্চিত্র! এই জিনিস চাইলেই ঘটবে না।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement