Advertisement
Advertisement
cat and dog

ছোট্ট কুকুরছানাকে ঘুম থেকে তোলার চেষ্টা বিড়ালের, ভাইরাল ভিডিও

এই ঘটনা মুগ্ধ করেছে নেটিজেনদের।

This cat trying to wake up the puppy is the cutest thing on the internet
Published by: Soumya Mukherjee
  • Posted:May 8, 2020 6:02 pm
  • Updated:May 8, 2020 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিড়ালের সঙ্গে কুকুরের প্রচণ্ড শত্রুতা রয়েছে বলেই আমরা জানি। এর আগে বিভিন্ন জায়গায় উভয়পক্ষের তুমুল লড়াইয়ের দৃশ্যও প্রত্যক্ষ করেছি আমরা। কিন্তু, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া একটি ভিডিও দেখে সেই ধারণা ভেঙে গেল সবার। যেখানে ছোট্ট একটি কুকুরছানাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে একটি বিড়াল।

Curious taps for the new puppy from r/CatsWithDogs

Advertisement

রেডডিট নামে একটি স্যোশাল মিডিয়া সাইটে এই ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এয়ার কুলারের একটি ফাঁকা বক্সের মধ্যে শুয়ে ঘুমোচ্ছে একটি ছোট্ট কুকুরছানা। আর ঘুমন্ত ওই কুকুরটির হাতে থাবা মেরে তাকে জাগানোর চেষ্টা করছে বিড়াল। যদিও কুকুরছানাটি কোনও সাড়া না দিয়েই আরামে ঘুমোচ্ছে। তাতে গুরুত্ব না দিয়েই বারবার তাকে ওঠানোর চেষ্টা করছে বিড়ালটি।

[আরও পড়ুন: গোয়ায় প্রথমবার দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের! ‘বাঘিরা’কে দেখে আপ্লুত নেটদুনিয়া ]

ভিডিওটি দেখার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন নেটিজেনরা। বলছেন, আমাদের এতদিনের ধারণা মিথ্যে করে দিল বিড়ালটি। আবার কেউ কেউ বলছেন, কুকুরটি সঙ্গে বিড়ালের ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। তাই একা একা বোর না হয়ে কুকুরটিকে ওঠানোর চেষ্টা করছে সে। যাতে খেলার সঙ্গী পায়।

[আরও পড়ুন: হনুমানকে মদ্যপান করাল সুরাপ্রেমী! মদ্যপের কীর্তিতে ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement