Advertisement
Advertisement

Breaking News

Bandel Local

বোমাতঙ্কই আশীর্বাদ! ট্রেনের কামরায় হারানো বোনের বিয়ের গয়না ফেরত পেলেন দাদা

লক্ষ টাকার গয়না ফেরাল RPF।

This Bihar Brother got back sister's wedding jewelry lost in Bandel Local | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 27, 2023 4:31 pm
  • Updated:April 27, 2023 7:38 pm  

সুব্রত বিশ্বাস: বোমাতঙ্কের গুজব ছড়ালে পুলিশ পাকড়াও করে। জেলে যেতে হয়। এমনিতে বোমার ভয় জিনিসটা ভাল না। কিন্তু জীবন বেজায় মজার। ফলে সেই ভয়ের কারণেই এক ব্যক্তি তার ‘বহুমূল্য’ ব্যাগ ফেরত পেলেন। যা না পেলে হয়তো বা তাঁর বোনের বিয়েই আটকে যেত! ব্যাগে করে বোনের বিয়ের গয়না নিয়ে ব্যান্ডেল (Bandel) লোকালে চেপেছিলেন এক ব্যক্তি। মাঝপথে বালিতে নেমে যান তিনি। যদিও ব্যাগটি ফেলে যান ট্রেনেই। পরে আপাতকালীন ফোন নম্বরে আরপিএফের (RPF) সঙ্গে যোগাযোগ করেন। ব্যাগ উদ্ধার করে ওই ব্যক্তিকে ফেরত দেয় রেল পুলিশ। জানা গিয়েছে, মূলত বোমাতঙ্কেই পরিত্যক্ত ব্যাগে কেউ হাত দেয়নি।

জানা গিয়েছে, বিহারের বাসিন্দা ওই ব্যক্তির নাম প্রকাশ। কর্মসূত্রে ওড়িশায় থাকেন। বুধবার বোনের বিয়ের চার লক্ষ টাকার সোনার গয়না নিয়ে বিহারের উদ্দেশে যাত্রা করেছিলেন। যদিও বিশেষ কারণে ব‌্যান্ডেল লোকাল থেকে বালিতে নেমে পড়েন। ওই সময়েই ট্রেনে ফেলে যান ‘বহুমূল্য’ ব‌্যাগ। এরপর ব্যাগের সন্ধানে ‘রেল মদতে’ ১৩৯ নম্বরে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। এরপর ব‌্যান্ডেলে ট্রেনটি পৌঁছাতেই কামরা থেকে গয়না সমেত ব‌্যাগ উদ্ধার করে আরপিএফ। এই বিষয়ে পূর্ব রেলের আরপিএফ আইজি পরম শিব বলেন, যাত্রীদের সহযোগিতায় একাধিক প্রকল্প রয়েছে আরপিএফের। তার সুফল মিলছে এই ঘটনায়। চুরি যাওয়া মাল উদ্ধার, মহিলা নিরাপত্তা, শিশু উদ্ধার-সহ একাধিক সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে এই পরিষেবার।

Advertisement

[আরও পড়ুন: কার্ডিয়াক থেকে ডায়াবেটিস, গুণমানের পরীক্ষায় ডাহা ফেল নিত্য ব্যবহারের ৪৮টি ওষুধ]

এদিকে ভ্রমণ সংস্থা খুলে রেলের টিকিটের বেআইনি কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। নিজস্ব আইডি দিয়ে বেআইনিভাবে তৎকাল টিকিট কেটে তা মোটা টাকায় বিক্রি করার ব‌্যবসা চালাচ্ছিল অভিযুক্ত। মগরার নয়াসরাইয়ের রঘুনাথ পুরে আইডিয়াল ট্যুর অ‌্যান্ড ট্রাভেলস কনসালটেন্সিতে হানা দেয় আরপিএফ। বিনয় কুমার গৌর নামে এক ব‌্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এইসঙ্গে বেআইনিভাবে কাটা ২০ হাজার টিকিট আটক করা হয়েছে। ল‌্যাপটপ, মোবাইল-সহ বেশ কিছু জিনিসও আটক করেছে আরপিএফ।

[আরও পড়ুন: তরুণীর গোপনাঙ্গে বুলেট! বিরল অস্ত্রোপচারে প্রাণ বাঁচালেন চিকিৎসকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement