Advertisement
Advertisement

Breaking News

America

প্রায় দেড় লাখে একবারই হয়, একই দিনে জন্ম স্বামী-স্ত্রী ও তাঁদের সন্তানের!

পরিবারের তিন সদস্যকেই শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা।

This Baby girl born on same day as parents; it's '1 in 1,33,000' chance | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 25, 2022 5:06 pm
  • Updated:December 25, 2022 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সদস্যদের জন্মদিন কাছাকাছি থাকলেও আনন্দের শেষ থাকে না। পর পর চলতে থাকে আনন্দ উদযাপন। সেখানে এই ঘটনা চমকে দেওয়ার মতো। একই দিনে জন্ম স্বামী ও স্ত্রীর। তাঁদের সন্তানও জন্ম নিল সেই দিনে। এই বিরল ঘটনা আমেরিকায় (America) ঘটেছে। গত ১৮ ডিসেম্বর আলাবামা প্রদেশের হান্টসভিলের বাসিন্দা ক্যাসিডি এবং ডিলান স্কটের ফুটফুটে কন্যাসন্তান জন্ম নিয়েছে। এই আঠাশ সেই মহার্ঘ দিন! পরিবারের তিন সদস্যের জন্মদিন। এমন কাণ্ড নাকি ১ লাখ ৩৩ হাজারে একবার ঘটে। ফলে খুদের আগমনে দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঢালাও শুভেচ্ছা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিরল কাণ্ড ঘটার কথা ছিল না। আগের দিন, অর্থাৎ কিনা ১৭ ডিসেম্বর সন্তান প্রসবের সময় দিয়েছিল হাসপাতাল। তবে শেষ পর্যন্ত ১৮ ডিসেম্বর ভোররাত সাড়ে ১২টার সময় ক্যাসিডি ও স্কটের কন্যা লেননের জন্ম হয়। এবং ঘটে যায় বিরলের মধ্যে বিরল কাণ্ড। এরপরই ফেসবুকে এই নিয়ে পোস্ট করে হান্টসভিল হাসপাতাল।

Advertisement

[আরও পড়ুন: সততা নিয়ে প্রশ্ন, বাধ্যতামূলক অবসরে পাঠানো হল ১০ শীর্ষ টেলিকম কর্তাকে]

সামাজিকমাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ লেখে, “অভিনন্দন জানাই ক্যাসিডি এবং ডিলান স্কটকে। তাঁরা সবেমাত্র তাঁদের সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন! যেকোনও পরিবারের জন্য এটি আনন্দের সময়।” এরপরেই বিরল বিষয়টি জানায় হাসপাতাল। পোস্টে লেখা হয়েছে, “এই পরিবারের জন্য এটি (সন্তানের জন্ম) একটু বেশিই বিশেষ ঘটনা। কারণ ওঁরা সবাই একই দিনে জন্মদিন পালন করবেন! রবিবার, ১৮ ডিসেম্বর তাঁদের কন্যা সন্তান লেননের জন্ম হয়েছে। বাবা-মায়েরও জন্মদিন ওই দিনে। এমনটা হওয়ার সম্ভাবনা ১ লাখ ৩৩ হাজারে একটি থাকে। ভোররাত সাড়ে ১২টার সময় প্রসব হয়। মিষ্টি পরিবারের শুভ জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান সকলে!” 

[আরও পড়ুন: বাবাকে খুন করে নদীতে অস্থি বিসর্জন, অনুপ্রেরণা ‘দৃশ্যম’, অভিযুক্ত ২ ছেলের দাবিতে তাজ্জব পুলিশ]

হাসপাতালের এই পোস্ট ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ শুভেচ্ছা জানিয়েছেন ক্যাসিডি, ডিলান ও লেননকে। এক নেটিজেন লিখেছেন, “এই ঘটনা সত্যিই অপূর্ব। ওঁরা একসঙ্গে একদিনে জন্মদিন পালন করবেন।” আরেকজন লেখেন, “দামী উপহার! অভিনন্দন। তোমাদের জন্মদিনের শুভেচ্ছা জানাই।” উল্লেখ্য, বাবা ও মায়ের মধ্যে একজনের সঙ্গে সন্তানের জন্মদিন মিলে যাওয়ার ঘটনা ৩৬৫টিতে একটি ঘটে থাকে। স্বামী-স্ত্রীর জন্মতারিখ এক হওয়ার ঘটনাও বিরল। এই ধরনের মিলের সম্ভাবনা ১২ হাজারের মধ্যে ১টি। অন্যদিকে পরিসংখ্যানবিদদের মতে, মা-বাবা আর সন্তানের জন্মতারিখ একই হওয়ার ঘটনা প্রতি ১ লাখ ৩৩ হাজারে ১ বার। যা এক্ষেত্রে ঘটেছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement