Advertisement
Advertisement
Amitabh Bachchan

চুরি করতে গিয়ে মাথায় চাপল অমিতাভের ভূত! প্রিয় নায়কের জন্যই ধরা পড়ল চোর

নগদ টাকা, সোনা এবং রুপোর গয়না চুরির অভিযোগ উঠেছে।

Thief writes Amitabh Bachchan's film dialogues on walls of house he broke into and gets caught | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 3, 2023 3:36 pm
  • Updated:August 3, 2023 3:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলুলয়েডে অভিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জনপ্রিয় নাম বিজয়। চোরের নামও তাই। তিনি আবার ‘বচ্চন স্যারে’র ডাইহার্ট ফ্যানও বটে। কপাল খারাপ হলে যা হয়। সেই ‘ভগবানে’র কারণেই ধর পড়লেন ভক্ত। ইন্দোর (Indore) জুনা রিসালা এলাকায় চুরির দায়ে পুলিশের হাতে ধরা পড়েছেন বিজয় যাদব। প্রশ্ন হল হিন্দি ছবির কিংবদন্তি অভিনেতা কীভাবে ধরিয়ে দিলেন বিজয়কে?

ইন্দোরের জুনা রিসালা এলাকায় বাড়ি আনোয়ার কাদরির। রবিবার রাতে আনোয়ারের পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে তাঁর বাড়িতে চুরি করতে ঢোকে বিজয় এবং তাঁর সঙ্গী সোনু যাদব। অভিযোগ, নগদ টাকার পাশাপাশি সোনা এবং রুপোর গয়না চুরি করেন বিজয়-সোনু জুটি। নির্বিঘ্নে কাজ সেরে ফেলেছিলেন তাঁরা। কিন্তু এরপরেই ঘটনায় এন্ট্রি হয় স্বয়ং অভিতাভ বচ্চনের!

Advertisement

[আরও পড়ুন: নৃশংস! রাজস্থানে কিশোরীকে গণধর্ষণের পর খুন! ইটভাটায় মিলল পোড়া দেহাংশ]

চুরির পর সোনু পলাতক হলেও বিজয় আনোয়ারের বাড়িতে থেকে যান। পুলিশে জেরায় বিজয় জানিয়েছেন, আনোয়ারের বাড়ির দেওয়াল বেজায় পছন্দ হয় তাঁর। এর পরেই মাথায় ‘ভূত’ চাপে। আনোয়ারের বাড়ি থেকেই স্কেচ পেন জোগাড় করে দেওয়ালে অমিতাভ বচ্চন অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় সংলাপ লিখতে শুরু করেন। দেওয়ালের একদিকে বড় করে লেখেন ‘অগ্নিপথ’। এতেই ঝামেলায় পড়েন অমিতাভের একনিষ্ঠ অনুরাগী বিজয়।

[আরও পড়ুন: ২৮% জিএসটির আওতায় অনলাইন গেম, ঘোষণা নির্মলার]

দেওয়াল লিখনের সময় কোনও ভাবে ঘরে থাকা কাচের পাত্র ভেঙে যায়। সেই আওয়াজে ঘুম ভেঙে যায় বাড়ির সকলের। খবর দেওয়া হয় পুলিশে। হাতেনাতে ধরা পড়ে চোর। তা তো হবেই। তবে কিনা গৃহস্থের বাড়ির দেওয়াল ভরতি চোরের দেওয়াল লিখনে চমকে যান পুলিশ আধিকারিকরা। তাঁদের বক্তব্য, ‘ভগবানে’র কারণেই ভক্তকে পাকড়াও করা সহজ হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement