Advertisement
Advertisement
Behala

বধূর বুদ্ধিতে বাজিমাত, চুরি করতে এসে নিজেই তালাবন্দি চোর!

পুলিশের জালে গুণধর।

Thief get locked while stealing in Behala
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 1, 2024 7:54 pm
  • Updated:December 1, 2024 7:54 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: প্রবাদ রয়েছে চোর পালালে বুদ্ধি বাড়ে! কিন্তু এখানে বেহালার বধূর উপস্থিত বুদ্ধিতেই ধরা পড়ল চোর। ঘরে চোর লুটপাট চালাচ্ছে দেখেও মাথা ঠান্ডা রেখেছেন। স্রেফ বুদ্ধির জোরে তাকে তুলে দিয়েছেন পুলিশের হাতে।

বেহালার হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা ওই মহিলা। স্বামীর সঙ্গে থাকেন তিনি। স্বামীর একটি দোকান রয়েছে। অন‌্যদিনের মতো শনিবারও স্বামীর সঙ্গে দোকানে গিয়েছিলেন তিনি। দোকান সামলে রাতে তিনি বাড়ি ফেরেন। ফিরে দেখেন ঘরের দরজা খোলা। ভিতরে এক ব‌্যক্তি রয়েছেন। জিনিসপত্র ছড়ানো। ঘরে চোর ঢুকে লন্ডভন্ড করছে। এই দৃশ্য দেখে আর ভিতরে যাওয়ার ঝুঁকি নেননি তিনি। কিন্তু বিন্দুমাত্র ঘাবড়েও যাননি। চিৎকার করে লোক একত্রিত করার মতো ভুল করেননি।

Advertisement

যুবককে কিছু বুঝতে না দিয়ে বাড়ির বাইরে থেকে ফিরে যান বধূ। প্রথমে প্রতিবেশীর কাছে যান। সেখান থেকে একটি তালা নিয়ে আসেন। সেই তালা দিয়ে নিজের বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেন। এর পর স্বামীকে ডাকতে দোকানে ছুটে যান মহিলা। দম্পতি ফিরে এসে দেখেন চোর ঘরে চুরি করতেই মত্ত। বাইরে থেকে যে দরজায় তালা বন্ধ করে দেওয়া হয়েছে তা টেরও পাননি। স্থানীয় থানাকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তালা খুলে চোরকে নিয়ে যায়। চুরির সামগ্রীও ফেরত দেওয়া হয়। গৃহবধূর উপস্থিতির বুদ্ধির প্রশংসা করছে স্থানীয় বাসিন্দা থেকে পুলিশমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement