Advertisement
Advertisement
Snakes

দরজা কাটছে উইপোকায়, পাত্তা দেননি গৃহকর্তা, ফ্রেম ভাঙতেই বেরোলো ৩৯টি সাপ

গৃহকর্মীর চোখে পড়ে দরজার ভিতর থেকে উঁকি দিচ্ছে সাপ।

They Knew There Were Termites Inside Door Frame but Found 39 Snakes | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 12, 2023 4:07 pm
  • Updated:April 12, 2023 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির বয়স দুই দশক। স্বভাবতই সময়ের ছাপ পড়েছে জানলা-দরজা থেকে শুরু করে দেওয়াল-ছাদ সবেতেই। সম্প্রতি ঘর সারাইয়ের সিদ্ধান্তও নেন গৃহকর্তা। বিশেষ করে নজর ছিল একটি দরজার উপর। কারণ বেশ কিছু দিন ধরে উইয়ে কাটার শব্দ হচ্ছিল ওই দরজা থেকে। সেই দরজা ঘিরেই ভয়ংকর কাণ্ড ঘটল। সেটির ফ্রেম ভাঙতেই দেখা গেল ভিতরে বাসা বেধেছে সাপ। শেষ পর্যন্ত সেখান থেকে ৩৯টি সাপের বাচ্চা উদ্ধার হল। ঘটনায় আতঙ্কিত গৃহকর্তা থেকে শুরু করে পরিবারের অন্য সদস্যরা।

ঘটনাটি মহারাষ্ট্রে (Maharashtra) গোন্ডিয়ার। বাড়ির মালিকের নাম সীতারাম শর্মা। তিনি বলেন, “২০ বছরের পুরনো বাড়ি আমাদের। সম্প্রতি ইউয়ে কাঠের একটি দরজা কাটছিল বলে মনে করেছিলাম। পাত্তা দিইনি। ভেবেছিলাম সময় মতো দরজা মেরামত করে নেব। কিন্তু তার আগেই বিপত্তি। পরিচারিকার চোখে পড়ে দরজার ফ্রেমের ভিতর থেকে উঁকি দিচ্ছে একটি সাপ।” এরপর দেরি করেননি সীতারাম। দেনি সর্প বিশেষজ্ঞদের খবর দেন।

Advertisement

[আরও পড়ুন: ধোপে টিকল না স্ট্যালিনের দাবি, RSS’কে তামিলনাড়ুতে প্রকাশ্যে রুট মার্চের অনুমতি সুপ্রিম কোর্টের]

তাঁরা এসে টানা চার ধরে ঘণ্টা সর্প উদ্ধার অভিযান চালান। শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার হয় ৩৯টি জ্যান্ত সাপের বাচ্চা। একটি প্লাস্টিকের জারে ভরে সাপগুলিকে নিয়ে যান সর্প বিশেষজ্ঞ বান্টি শর্মা। সাপগুলিকে স্থানীয় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া দেন তিনি। বান্টি জানিয়েছেন, একেকটি সাপের ছানার দৈর্ঘ্য সাত ইঞ্চি মতো। তাঁর অনুমান, সপ্তাহ খানেক এগুলির জন্ম হয়েছিল। ইউপোকা এদের অন্যতম খাদ্য। তবে সাপগুলি বিষধর নয় বলেই জানিয়েছেন সাপ ধরায় পটু বান্টি।

[আরও পড়ুন: বাংলার মিড ডে মিলে ১০০ কোটির গরমিল! কেন্দ্রীয় কমিটির রিপোর্ট ওড়াল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement