Advertisement
Advertisement

Breaking News

মাইক্রোওয়েভ চ্যালেঞ্জে মেতেছে নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

ঠিক কী চ্যালেঞ্জ নিতে হয় এখানে?

The new microwave challenge is viral on social media. Watch videos
Published by: Sulaya Singha
  • Posted:March 24, 2019 5:30 pm
  • Updated:March 24, 2019 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে বাস্তবটা কল্পনার থেকেও অদ্ভুত। গোটা দুনিয়ায় এমন কিছু আজব আজব ঘটনা ঘটে, যা শুনে ও দেখে সত্যিই অবাক হতে হয়। কী, কেন, কীভাবে- এসব প্রশ্ন করলে যার উত্তর মেলা দায়। তেমনই একটি চ্যালেঞ্জের কথা শুনলেও ভ্রু কুঁচকাতে বাধ্য হবেন। নাম মাইক্রোওয়েভ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জই নাকি আবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। বুঝুন কাণ্ড!

আইস-বাকেট চ্যালেঞ্জ, ম্যানেকুইন চ্যালেঞ্জ, কিকি চ্যালেঞ্জের কথা নিশ্চয়ই শুনেছেন। বছর কয়েক আগে এক বালতি বরফ মাথায় ঢালার অদ্ভুত চ্যালেঞ্জে মেতে উঠেছিলেন সেলেবরা। আবার চলন্ত গাড়ির চালকের আসন থেকে নেমে আচমকা নাচতে শুরু করেছিলেন অনেকে। এমন ঝুঁকিপূর্ণ খেলার পোশাকি নামই ছিল কিকি চ্যালেঞ্জ। আবার কখনও ম্যানেকুইনের মতো নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকার ভিডিও এককালে সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছিল। এবার এসবেরই নয়া সংস্করণ মাইক্রোওয়েভ চ্যালেঞ্জ। তা ঠিক কী চ্যালেঞ্জ নিতে হয় এখানে? নামের মতোই চ্যালেঞ্জটিও কম অদ্ভুত নয়। পড়ুন তবে।

Advertisement

[আরও পড়ুন: চিবোনো চুইংগামের দাম উঠল ৩.৫ কোটি! অবাক নেটিজেনরা]

মাইক্রোওয়েভে কোনও খাবার ভরতে যে গতিতে তা মেশিনের ভিতর ঘুরতে থাকে, ঠিক সেভাবে মেঝের উপর বসে পা টান করে ধীর গতিতে ঘুরতে হবে আপনাকে। হাত থাকবে মাথার উপর শূন্যে। হ্যাঁ, এটাই হল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটি নেওয়ার জন্য একটি গানও তৈরি হয়ে গিয়েছে। জজির লেখা ‘শো ডান্সিং ইন দ্য ডার্ক’ গানেই এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন নেটিজেনরা। আর হাজারো চ্যালেঞ্জের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে প্রতিদিন। অনেকে আবার ভিডিওটি বেশি আকর্ষণীয় করে তুলতে নানারকম অঙ্গ-ভঙ্গি করছেন। মোট কথা, এই চ্যালেঞ্জ যদি এখনও আপনি না নিয়ে থাকেন, তাহলে নেটদুনিয়ার বাসিন্দাদের চোখে আপনি ব্যাক-ডেটেড। তবে ট্রেন্ডিংয়ের জোয়ারে গা ভাসাতে আপনি নিজেকে এমন অদ্ভুতভাবে মেলে ধরবেন কিনা, তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাইরাল হওয়া মাইক্রোওয়েভ চ্যালেঞ্জের এসব ভিডিও উপভোগ করতেই পারেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement