সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গোঁফের আমি গোঁফের তুমি’ জানতেন সুকুমার রায়। পুরুষের পরিচয় হিসাবে দাড়ি অতি মাত্রায় গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিল তালিবান নীতিপুলিশ। দাড়ি না রাখার দোষে আফগানিস্তানে চাকরিতে দাড়ি পড়ে গেল অন্তত ২৮০ জন যুবকের। এছাড়াও মোট ১৩ হাজার জনকে ‘অনৈতিক আচরণে’র দায়ে আটক করা হয়েছে বলেও খবর।
যদিও আফগানিস্তানের তালিবান সরকারের নৈতিকতা মন্ত্রালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনৈতিক আচরণে’র দোষে যাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের অর্ধেককে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে পরিকল্পনা ও আইন পরিচালক মন্ত্রক জানিয়েছে, গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এইসঙ্গে কয়েক হাজার কম্পিউটার অপরেটরকে অনৈতিক সিনেমা ছড়ানোয় বাধা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সঙ্গীত, বাদ্য, সিনেমার মতো বিনোদনকে ‘হারাম’ বা অনৈতিক তথা অপসংস্কৃতি বলে মনে করে আফগান মৌলবাদী শাসকরা।
প্রসঙ্গত, ১৯৯৬-২০০১ সাল ছিল ‘কাবুলিওয়ালার দেশে’র প্রথম তালিবান জমানা। ২০২১ সালে নতুন আফগানিস্তান (Afghanistan) দখল করে জেহাদিরা। ক্ষমতায় আসার পর যদিও তারা দাবি করেছিল এটা নতুন তালিবান, অচিরেই দেখা যায় তালিবান (Taliban) আছে তালিবানেই। শুরু হয় একই রকমের আগ্রাসন। বিশেষত নারী স্বাধীনতা চলে যায় তলানিতে। এই পরিস্থিতিতে তালিবানকে বিশ্বের কোনও দেশই কূটনৈতিক স্বীকৃতি দিতে রাজি হয়নি। যদিও ২০২৪ সালে তালিবান সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দিয়ে দেয় চিন। সেদেশের প্রশাসনের মতে, বিশ্বের প্রত্যাশাগুলো পূরণে আফগানিস্তান সচেষ্ট হবে। কাবুলের চিনা দূতাবাসে নয়া রাষ্ট্রদূত হিসাবে কূটনীতিক ঝাও শেংকে নিযুক্ত করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। কদিন আগে তালিবানের বর্ষপূর্তিতেও বেজিংয়ের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে তাদের পাশেই রয়েছে চিন বা ইরানের মতো দেশগুলো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.