ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে আর্থিক মন্দার আশঙ্কা। কাজ হারাচ্ছে বহু মানুষ। একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থা ছাঁটাই করছে। এমন পরিস্থিতিতে মুখে চওড়া হাসি তাইওয়ানের এক জাহাজ সংস্থার কর্মীদের। গোটা বিশ্ব যখন বেতনে কাটছাঁট নিয়ে আতঙ্কিত ঠিক তখন তাঁদের অ্যাকাউন্টে পড়ল মোটা অঙ্কের বোনাস। এক-দু’মাস নয়,অ্যাকাউন্টে জমা পড়ল ৫০ মাস বা ৪ বছরের বোনাস।
তাইওয়ানের জাহাজ সংস্থা এভারগ্রিন মেরিন কর্প। বছর শেষে সেই সংস্থার কর্মীর মুখে চওড়া হাসি। কারণ, বোনাস হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ৫ বছর বেতন। তবে সমস্ত কর্মীদের হাতে এক পরিমাণ বোনাস ঢোকেনি। কারণ, পারফরম্যান্স ও পদমর্যাদার ভিত্তিতে বোনাস দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুধুমাত্র তাইওয়ানের কর্মীদেরই বোনাস দেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ ওই সংস্থার অন্যান্য দেশের কর্মীরা।
তাইওয়ানের একাধিক সংবাদমাধ্যমের দাবি, এক-একজন কর্মীকে প্রায় ৬৫ হাজার ডলার বোনাস দেওয়া হয়েছে। ভারতীয় মূল্যে যার অর্থ প্রায় ৫৪ লক্ষ টাকা। তবে এই তথ্য কোথা থেকে পেয়েছে তারা, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর,৩০ ডিসেম্বর একটি বিবৃতি জারি করেছিল সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু বোনাস নিয়ে তাতে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। কিন্তু কেন বিপুল অঙ্কের বোনাস দেওয়া হল কর্মীদের?
জানা গিয়েছে, ২০২০ সালের পর থেকে সংস্থার রাজস্ব তিন গুণ বৃদ্ধির হচ্ছে। অতিমারি করোনার আবহে জাহাজের ব্যবসার রমরমা। জলপথে পরিবহণ হচ্ছে বহু পণ্য। যার জেরে ফুলে ফেঁপে উঠেছে জাহাজের ব্য়বসা। গত তিন বছরে লাভ হয়েছে প্রায় ২০৭০ কোটি ডলার। সংস্থা মনে করে, সেই লাভের ভাগিদার সংস্থার কর্মীরাও। সে জন্য কয়েকজন কর্মীকে ৫০ মাসের বেতন বোনাস হিসেবে দেওয়া হয়েছে। গড়ে ৪ বছরের বেশি বেতনের সমান। কর্মীদের একাংশের দাবি, বেতনের ৫-৮ গুণ বেশি বোনাস পেয়েছেন তাঁরা। স্বাভাবিকভাবেই খুশি তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.