Advertisement
Advertisement
Madhya Pradesh

ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানায় লণ্ডভণ্ড বিয়েবাড়ি, ICU-তে ভর্তি দুই অতিথি, ভিডিও ভাইরাল

আনন্দের আসর আচমকাই যে এমন ভয়ংকর রূপ নেবে, তা আন্দাজও করতে পারেননি অতিথিরা।

Swarm of Bees Attacks Wedding Ceremony in Madhya Pradesh, Some Guests in ICU | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 19, 2024 6:36 pm
  • Updated:February 19, 2024 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুলের আশপাশে ঘুরঘুর করছে মৌমাছির ঝাঁক। এমন ছবি বা দৃশ্য চোখকে আরাম দেয় বইকী! কিন্তু সেই মৌমাছির ঝাঁক যখন সোজা মানুষের উপর হামলা করে, তখন গোটা পরিস্থিতিই ১৮০ ডিগ্রি ঘুরে যায়। তেমনই হাল হল এক বিয়েবাড়িতে। মৌমাছির তাণ্ডবে এক্কেবারে লণ্ডভণ্ড বিবাহ আসর। এমনকী বেশ কয়েকজন অতিথিকে নিয়ে যেতে হল হাসপাতালে।

ঠিক কী ঘটনা ঘটেছে? মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনা এলাকার একটি হোটেলের ছাদে বসেছিল বিয়ের আসর। আর পাঁচটা বিয়ের বাড়ির মতোই সেখানে হাজির ছিলেন পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব। কিন্তু সেই আনন্দের আসর আচমকাই যে এমন ভয়ংকর রূপ নেবে, তা আন্দাজও করতে পারেননি অতিথিরা। ঝাঁকে ঝাঁকে মৌমাছি হামলা করে উপস্থিত লোকজনের উপর।

Advertisement

[আরও পড়ুন: ‘তুমিই আমার ভালোবাসা মিস্টার মল্লিক’, কাঞ্চনকে নিয়ে আদুরে পোস্ট নতুন বউ শ্রীময়ীর]

আতঙ্কে এদিক সেদিক ছুটতে থাকেন অনেকে। কেউ আবার মাথা চেপে ধরে উপুড় হয়ে শুয়ে পড়েন। কেউ চোখ বন্ধ করে বসে পড়েন। কারও মাথায় ছাতা চাপা দেওয়া হয়। সেই ঘটনারই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। অতিথিদের অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটিজেনরা। জানা গিয়েছে, এই ঘটনায় চারজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। যাঁদের মধ্যে দুজনকে রাখা হয়েছে আইসিইউ-তে।

যদিও এই ঘটনায় কোনওরকম পদক্ষেপ করেনি ওই হোটেল। কিন্তু ওই হোটেলের সানশেডেই ছিল মৌচাক বলে খবর। হোটেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেন, তারা এ বিষয়ে কিছু করতে পারবে না। এই পরিস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান করতে হবে। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অতিথিরা।

[আরও পড়ুন: ভরা পুরসভায় খ্রিস্ট ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য তৃণমূল কাউন্সিলরের! তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement