Advertisement
Advertisement

Breaking News

Student

হস্টেলে অভিসার, প্রেমিকাকে স্যুটকেসে ভরে ঘরে নিয়ে যেতে চাইল প্রেমিক! তারপর…

নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও।

Student caught sneaking girl hidden in suitcase into boys' hostel
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 12, 2025 4:48 pm
  • Updated:April 12, 2025 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়লে লোকে কিনা করে। প্রেমিকাকে সুটকেসে ভরে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঢোকার চেষ্টা করেছিলেন এক পড়ুয়া। ভেবেছিলেন সুটকেস দেখে কারও সন্দেহ হবে না। তাই এই অভিনব পন্থা বের করেছিলেন। সাপও মরবে লাঠিও ভাঙবে না। কিন্তু এত কাণ্ডের পরও শেষ রক্ষা হল না। সেই ধরা পড়তে হল নিরাপত্তারক্ষীদের হাতে। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও। 

জানা গিয়েছে, এই ঘটনা হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে যেতে চেয়েছিলেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তার গেরো পেরিয়ে তা অসম্ভব। তাই মাথা খাটিয়ে উপায় বের করেন। সুটকেসে ভরে প্রেমিকাকে হস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন ভাবা তেমন কাজ। প্রেমিকাকে সুটকেসে পুরে নিয়ে সোজা ঘরের দিকে যাচ্ছিলেন। কিন্তু তখনই ধরে নিরাপত্তাকর্মীরা।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা সুটকেসটিকে ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভিতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন। তবে মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “ছাত্ররা শুধু একটু দুষ্টুমি করেছে। এটা কোনও বড় ব্যাপার নেই।” ওই ছাত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা তাও এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub