প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস কলোনির একটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেল করে হুমকি দেওয়া হয় যে স্কুলে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। কিন্তু সেখানে কোনও বোমা মেলেনি। তদন্ত শুরু করে পুলিশ। এবার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য। স্কুলেরই এক ১৪ বছরের পড়ুয়া ক্লাস করবে না বলে ওই হুমকি মেল পাঠিয়েছিল!
জানা গিয়েছে, গ্রেটার কৈলাসের ওই নামী স্কুলে বৃহস্পতিবার মাঝরাতে মেলটি গিয়েছিল। শুক্রবার সকালে তা দেখার পরই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। স্কুল খালি করে তল্লাশি চালানো হয়। এর পর মেলটি নিয়ে তদন্ত শুরু করতেই ওই ছাত্রের হদিশ পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সবটা পরিষ্কার হয়ে যায়। পড়ুয়াটিকে থানায় ডেকে জেরা করা হয়। তখনই সব কিছু স্বীকার করে নেয় সে। জানায়, স্কুলে মোটেই ভালো লাগে না। পঠনপাঠন এড়ানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছে সে। শুধু নিজের স্কুলেই নয় বিষয়টিকে যাতে সত্যি মনে হয় তার জন্য আরও দুটি স্কুলেও ভুয়ো হুমকি মেল পাঠিয়েছিল সে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
উল্লেখ্য, মাসদুয়েক আগে লোকসভা নির্বাচনের মধ্যে একাধিকবার বোমাতঙ্ক ছড়িয়েছে রাজধানী দিল্লি-সহ বেঙ্গালুরু, তামিলনাড়ুর মতো একাধিক জায়গায়। স্কুল, হাসপাতাল, বিমানবন্দর-সর্বত্র ইমেলের মাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়েছে হুমকি দেওয়া হয়েছে। এমনকী দেশের অন্যতম নিরাপদ ভবনও রেহাই পায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে ইমেল করেও বোমাতঙ্ক ছড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.