Advertisement
Advertisement
China squirrels

গন্ধ শুঁকেই রুখবে মাদক পাচার, পুলিশ বাহিনীতে যোগ দিচ্ছে এই দেশের কাঠবিড়ালির দল!

ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু হয়েছে কাঠবিড়ালি বাহিনীর।

Squirrels are recruited in police force in Chinese province | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:February 12, 2023 6:50 pm
  • Updated:February 12, 2023 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ বাহিনীতে কাজ করতে চলেছে কাঠবিড়ালির দল। মাদক পাচার রুখতেই সক্রিয় ভূমিকা নিতে চলেছে এই খুদে প্রাণীরা। ইতিমধ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। সীমান্ত অঞ্চলে মাদক পাচার রুখতেই বিশেষ কাঠবিড়ালি বাহিনী শুরু করতে চলেছে চিনের (China) চংকিং প্রদেশে। যথেষ্ট দক্ষতা সহকারে এই কাঠবিড়ালির দল কাজ করবে, আশাবাদী প্রশিক্ষকরা।

সাধারণত কুকুরের ঘ্রাণশক্তিকে কাজে লাগিয়ে নানা জায়গায় তল্লাশি চালানো হয়। কিন্তু চংকিং প্রদেশের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “কাঠবিড়ালির ঘ্রাণশক্তিও খুব ভাল। নানা ধরনের মাদক খুঁজে পেতে তাদের ঘ্রাণশক্তিকে কাজে লাগানো যেতেই পারে। আকারে কুকুরের চেয়ে অনেক ছোট হওয়ায় সরু জায়গায় গিয়েও কাজ করতে পারে কাঠবিড়ালিরা।”

Advertisement

[আরও পড়ুন: বিয়েবাড়িতে আতশবাজি ফাটতেই বিপত্তি, বরকে নিয়েই ছুট লাগাল ঘোড়া, তারপর?]

ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ছ’টি কাঠবিড়ালিকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, মাত্র কয়েকদিনেই মাদক শুঁকে খুঁজে বের করতে পারছে কাঠবিড়ালির দল। প্রতিদিনই নতুন ধরনের মাদক ব্যবহার করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত কুকুরদের জন্য নিযুক্ত প্রশিক্ষকরাই পরিচালনা করছেন কাঠবিড়ালি বাহিনীকে।

জানা গিয়েছে, দীর্ঘ গবেষণার পরেই কাঠবিড়ালির এই বিশেষ ক্ষমতার কথা জানা গিয়েছে। প্রাথমিক প্রশিক্ষণ শেষ হলেই পুলিশে যোগ দেবে তারা। রেল স্টেশন, বিমানবন্দরের মতো এলাকা থেকে শুরু করে সন্দেহজনক গুদামঘর- সব জায়গাতেই কাজ করবে তারা। এমনকি সীমান্তে মাদক পাচার রুখতেও কাঠবিড়ালিরাই সাহায্য করবে পুলিশকে। চিনের ইতিহাসে প্রথমবার পুলিশবাহিনীতে যোগ দিতে চলেছে কাঠবিড়ালির দল।

[আরও পড়ুন: গর্বের মুহূর্ত! IPS কন্যাকে স্যালুট অসমের ডিজিপি-র, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement