সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পাইডার ম্যানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ আট থেকে আশি সকলের মন ছুঁয়েছে সে৷ তবে সেলুলয়েডের বাইরে স্পাইডার ম্যানের অস্তিত্ব রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের৷ কিন্তু সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও৷ বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মানুষমুখো একটি মাকড়সা৷ ওই মাকড়সাটি স্পাইডার ম্যান কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা৷
চিনের হুনান প্রদেশে দেখা গিয়েছে ওই মাকড়সাটি৷ সবুজ রঙের মাকড়সাটি দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে গাছের ডালে৷ পায়ের সংখ্যা আটটি৷ সাধারণত আমরা যে মাকড়সা দেখি, তার সঙ্গে ভাইরাল মাকড়সাটির কোনও ফারাক নেই৷ কিন্তু মাকড়সাটির মুখে দেখা গিয়েছে দুটি চোখ৷ সঙ্গে রয়েছে কয়েকটি চুলও৷ অদ্ভুতদর্শন এই মাকড়সাটির সঙ্গে মানুষের মিল পেয়েছেন অনেকেই৷
বিরল প্রজাতির মাকড়সাটির গতিবিধি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই৷ সোশ্যাল মিডিয়ার সেনসেশন মাকড়সাটি নিয়ে চলছে জোর আলোচনা৷ তাহলে কি সত্যিই দেখা মিলল স্পাইডার ম্যানের, প্রশ্ন তুলছেন নেটিজেনরা৷
Has spiderman been found? This spider with a humanlike face on its back was found at a home in C China’s Hunan and has gone viral on Chinese social media. Do you know its species? pic.twitter.com/0iU6qaEheS
— People’s Daily, China (@PDChina) July 16, 2019
This not Spiderman , this is VENOM
— M. (@MahdiSahel1) July 16, 2019
It’s like something sneaked out of area 51 https://t.co/ar7korijas
— Umar Salim (@pharuq_salim) July 16, 2019
Happy to solve the mystery here. This looks like the harmless thomisid, Ebrechtella tricuspidata. Pic from Yaginuma, 1986. @DrRichJP is lways happy to help with spider facts! 😄🕷️ #LoveSpiders #EverySpiderMatters #CoolCrabSpider pic.twitter.com/a9rh5dyZsM
— Richard J. Pearce (@DrRichJP) July 18, 2019
Great indeed. There is still much to discover on earth.
— Supulogang (@Supulogang1) July 18, 2019
किसी की भटकती आत्मा भी तो हो सकती है ।
— Alka Jacob (@AlkaJacob) July 19, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.