Advertisement
Advertisement
Rajasthan Assembly Election

একটি পরিবারের জন্যই আস্ত বুথের ব্যবস্থা রাজস্থানে, ভোটার সংখ্যা জানেন?

প্রথমবার ভোট দেবেন ওই পরিবারের মহিলারা।

Special booth for 35 member village in Rajasthan during Assembly election | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 10, 2023 1:48 pm
  • Updated:November 10, 2023 1:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) সীমান্ত লাগোয়া ছোট্ট গ্রাম। একই পরিবারের ৩৫ জন সদস্য সেই গ্রামের বাসিন্দা। কিন্তু রাজস্থানের (Rajasthan) এই গ্রামের বাসিন্দাদের অনেকে ভোট দিতে যেতেই পারেন না। কারণ ভোটকেন্দ্রটি তাঁদের গ্রাম থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে পৌঁছনোও খুব কঠিন। কিন্তু এবার সেই গ্রামের জন্য বিশেষ ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে (Rajasthan Assembly Election) ভোট দিতে পারবেন গ্রামের সকলেই।

বারমের জেলার এই গ্রামের নাম বাড়মের কা পার। ভারত-পাক সীমান্তে অবস্থিত এই গ্রাম থেকে নিকটবর্তী ভোটকেন্দ্রের দূরত্ব ২০ কিলোমিটার। অধিকাংশ ক্ষেত্রেই পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে এই দূরত্ব পেরতে হয় গ্রামের বাসিন্দাদের। মহিলা বা বয়স্ক ব্যক্তিরা কেউই এতখানি কষ্ট করে ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারেন না। এতদিন পর্যন্ত ওই গ্রামের কোনও মহিলাই ভোট দিতে পারেননি।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বিরাটের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে অনুষ্কা, স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প

কিন্তু সেই ছবিটা এবার পালটাবে। রাজস্থানে বিধানসভা ভোটের আগেই নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ওই গ্রামের ৩৫ জন বাসিন্দার জন্য আলাদা করে একটি বুথ তৈরি হবে। সহজেই সেখানে গিয়ে ভোট দিতে পারবেন গ্রামের বাসিন্দারা। ৩৫ জন ভোটারের মধ্যে ১৭জনই মহিলা। প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত গ্রামের মহিলারা।

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর একদফায় বিধানসভা নির্বাচন হবে রাজস্থানে। ২০১৮ সালে জিতে মরুরাজ্যের ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। আগামী নির্বাচনেও জিতে সরকার গঠন করতে করিয়া হাত শিবির।

[আরও পড়ুন: গাজায় কি উপনিবেশ স্থাপনের পথে ইজরায়েল? অবস্থান স্পষ্ট করলেন ‘যুদ্ধবাজ’ নেতানিয়াহু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement