সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চা খেতে ভালবাসে না দুনিয়ায় এমন লোক পাওয়া কঠিন। পাগলের মতো চা তৈরি করতে ভালবাসেন দক্ষিণ আফ্রিকার (South African) তরুণী ইনগার ভ্যালেন্টাইন (Ingar Valentyn)। ভালবাসার কাজ করেই এবার বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। এক ঘণ্টায় ২৪৯ কাপ রুইবোস চা বানিয়ে তাক লাগিয়েছেন তো বটেই, তাতেই নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Record)।
রেকর্ডের সময় রুইবোস (Rooibos Tea) নামের একটি ভেসজ চা তৈরি করেন দক্ষিণ আফ্রিকান ইনগার ভ্যালেন্টাইন। রুইবোস লাল রঙের একটি ভেষজ চা, যা দক্ষিণ আফ্রিকার স্থানীয় উদ্ভিদ অ্যাসপালাথাস লিনিয়ারিস গাছের পাতা থেকে তৈরি। তরুণী রুইবোসের সাধারণ স্বাদ, ভ্যানিলা এবং স্ট্রবেরির স্বাদ ব্যবহার করেন। উল্লেখ্য, চা তৈরিতে আগের রেকর্ড ছিল ঘণ্টায় ১৫০ কাপ। ইনগারের ধারণা ছিল, তিনি ঘণ্টায় ১৭০ কাপ তৈরি করতে পারবেন, তাতেই বিশ্ব রেকর্ড হতে পারত। কিন্তু নিজেকেও অবাক করে ২৪৯ কাপ চা তৈরি করে গিনেস বুকে নিজের নাম লেখালেন তরুণী।
ইনগার ভ্যালেন্টাইনের চা তৈরির রেকর্ডের সময় সেখানে উপস্থিত ছিল স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা। তারাই ২৪৯টি কাপ ধুতে সাহায্য করেন। কাজ খুব সহজ ছিল না। উল্লেখ্য, আর এক কাপ চা বানালে ‘গোটা সংখ্যা’ ২৫০-এ পৌঁছানো যেত। কিন্তু একটি কাপে চায়ের পরিমাণ ছিল মানদণ্ডের চেয়ে কম, সেই কারণেই ২৪৯-এই সোনালী দৌড় শেষ হয় দক্ষিণ আফ্রিকার যুবতী ইনগার ভ্যালেন্টাইনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.