অর্ণব দাস: এখনও পড়তে শুরু করেনি দুধের দাঁত। মাত্র দু’বছর ৮ মাস বয়সে নাম বলা তো দূর অস্ত, ঠিক করে কথা পর্যন্ত ফোটে না বাচ্চাদের মুখে। এই বয়সেই দেশের সমস্ত রাজ্যের রাজধানীর নাম ঠোঁটস্থ সোদপুরের অমরাবতীর বাসিন্দা ছোট্ট রিহানের। শুধু তাই নয়, বিভিন্ন দেশের জাতীয় পতাকাও সে অনায়াসে কয়েক সেকেন্ডে চিহ্নিত করতে পারে। একরত্তির এমন কাণ্ড দেখে পিলে চমকানোর জোগাড় রিহানের পাড়া-প্রতিবেশীদের। ইতিমধ্যেই বাড়ি, পাড়ার গণ্ডি ছাড়িয়ে রিহানের কীর্তি পৌঁছে গিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের (India Book of Records) তালিকাতেও।
রিহানের পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’বছর বয়স থেকেই সে কথা বলতে শুরু করে। তখন থেকেই তার মা খেলার ছলে খুদের সঙ্গে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করত। সেই সময়ই পরিবারের সদস্যরা খেয়াল করে, কোনও জিনিস একবার পড়ালে সে ভোলে না। তার এই বিরল প্রতিভার কথা বুঝতে পেরে সাধারণ জ্ঞান-সহ অন্যান্য বিষয় নিয়েও খেলাচ্ছলে পড়াতে শুরু করেন রিহানের মা। এভাবে বেশ কয়েকমাসে সাধারণ জ্ঞানের ভাণ্ডার বেড়ে যায় রিহানের।
মাঝে মধ্যেই তার মা ছেলের সাধারণ জ্ঞান কতটা মনে রয়েছে সেটা দেখার জন্য খেলার ছলে পরীক্ষা নিতেন। দেখা যায়, খুদেকে জিজ্ঞাসা করলে সে একনাগাড়ে বলে যেতে পারে দেশের সমস্ত রাজ্যের রাজধানীর নাম। বিভিন্ন দেশের জাতীয় পতাকা চিহ্নিত করে দিতে পারে কয়েক সেকেন্ডে। এই সাফল্য দেখে পরিবারের সকলকে ছেলের প্রতিভার কথা তিনি জানান মা। এরপরই খুদের এই বিরল প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। নির্দিষ্ট নিয়মে পরীক্ষা দেওয়ার পর খুব সহজেই সাফল্য পায় রিহান। জানা গিয়েছে, এর আগে তিন বছর বয়সের এক শিশুর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে সোদপুরের ছোট্ট রিহান।
তার এই সাফল্যে পরিবারের সদস্যরা বেজায় খুশি। রিহানের মা পম্পা দাস বলেন, ‘‘খেলার ছলেই ছেলেকে শিখিয়েছি। এভাবেই ছেলের শেখার আগ্রহ বেড়ে যায়। তখনই দেখলাম সাধারণ জ্ঞানের উত্তর খুব সহজেই মনে রাখতে পারে রিহান। এরপরই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন জানানোর কথা মাথায় আসে।” এই বয়সে তার বিরল প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রতিবেশী ও আত্মীয়রা। প্রতিবেশীরা জানান, এই বয়সে অনেকে ঠিক করে এবিসিডি বলতে পারে না। অথচ দেশের সব রাজ্যের রাজধানীর নাম রিহানের ঠোঁটের ডগায়। তার প্রতিভা অন্যদের উৎসাহিত করবে। এই প্রতিভা ধরে রাখলে সে ভবিষ্যতে আরও অনেক বড় হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.