সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোড সেফটি নিয়ে হাজারো প্রচার চালানো হয় গোটা দেশে। এ রাজ্যে যেমন সেফ ড্রাইভ, সেভ লাইফ তেমনি অন্য রাজ্যগুলিও নিজের মতো করে পথ সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই প্রচারকে বুড়ো আঙুল দেখালেন খোদ কর্ণাটকের রাজ্য পরিবহণ দপ্তরের এক কর্মীর।
#WATCH Viral video from Karnataka’s Davanagere of a KSRTC bus driver driving with a Langur perched on the steering wheel. The bus driver has been suspended for endangering the lives of the passengers. pic.twitter.com/RexZAfKZdr
— ANI (@ANI) October 6, 2018
So sweet. Why suspend. He should have been warned to not repeat this.
— Parag Hede (@Indepthcomments) October 6, 2018
He should not be suspended.he should be given a chance
— Anup Atram (@anupatram89) October 6, 2018
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে পছন্দের লঙ্গুর (এক প্রজাতির বানর)-টিকে বাসের স্টিয়ারিংয়ে বসিয়ে নিয়েছেন চালক। না বানরটি বাস চালাচ্ছে না, চালাচ্ছেন চালকই। কিন্তু বানরের নড়াচড়ায় বেশ অসুবিধাতেও পড়তে হচ্ছে চালককে। এই ফুটেজ ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে কর্ণাটক রাজ্য পরিবহণ নিগম। অত যাত্রীদের জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলে দেওয়ার জন্য সাসপেন্ড করা হয় চালককে।
যদিও, চালককে সাসপেন্ড করার এই সিদ্ধান্তে অখুশি নেটিজেনরা। তারা ওই চালকের পশুপ্রেমীকে কুর্নিশ যানাচ্ছেন। অনেকেই এই দৃশ্যটিকে কিউট বলেছেন। আবার কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যেভাবে ওই চালক বানরটিকে যত্ন করে গাড়ি চালানো শেখাচ্ছেন তাতে তাঁকে বনদপ্তরে বদলি করে দিলে বন্যপ্রাণীদের উপকার হত।
Good that action is taken and he is suspended, but clearly he is in wrong job, this man is a sensitive animal lover (see how langur trusts him) and could be an asset in wildlife related jobs. But unfortunately Indian authorities/decision makers are too incompetent to value these.
— depalan (@depalan) October 6, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.