সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে এলন মাস্কের ফ্যানের সংখ্যা নেহাত কম নয়। টেসলা কর্তা মাস্ক ধনকুবের হিসেবে বহুদিন ধরেই খবরের শিরোনামে। কিন্তু তা বলে তাঁর পুজো? বেঙ্গালুরুতে দেখা গেল এমনই দৃশ্য। এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আয়োজন করা হল মাস্ক পুজোর! তাঁদের দাবি, এলন মাস্ক নাকি টুইটার কিনে সেই মঞ্চে পুরুষদের নিজেদের কথা বলার অধিকার এনে দিয়েছেন! ভাইরাল হয়ে গিয়েছে সেই পুজোর ভিডিও।
‘সেভ ইন্ডিয়ান ফ্যামিলি ফেডারেশন’ তথা এসআইএফএফ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে পুরুষের অধিকার নিয়ে। সেই সংস্থাই আয়োজন করেছিল মাস্কের আরাধনার। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে। তাঁদের দাবি, নারীবাদীদের ‘দমনকারী’ মাস্ক। এই সংস্থার বরাবরের দাবি, ধর্ষণ, গার্হস্থ্য হিংসা ও পণপ্রথার আইন পুরুষদের কোণঠাসা করেছে। বহু ক্ষেত্রেই ভুয়ো মামলায় ফাঁসানো হচ্ছে পুরুষদের। সংস্থার আশঙ্কা, সত্য়ি যাঁদের ন্যায় প্রয়োজন তাঁদের পরিবর্তে বহু পুরুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
SIFF members are worshipping guru @elonmusk in Bengaluru, India for purchasing Twitter and allowing men to express their views against the oppression of authorities.@realsiff pic.twitter.com/hXQcflJsKd
— Sriman NarSingh 🌪 (@SigmaINMatrix) February 26, 2023
এদিকে ফের বিশ্বের ধনীদের তালিকার শীর্ষস্থানে উঠে এসেছেন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৮৭ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলেনিয়ার্স ইনডেক্স অনুযায়ী ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে সরিয়ে ফের বিশ্বের সবচেয়ে ধনীর তকমা ফের পেলেন টেসলা কর্তা। প্রসঙ্গত, গত বছর টেসলার শেয়ার পড়ে যাওয়ায় নিজের স্থান হারিয়েছিলেন মাস্ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.