Advertisement
Advertisement

Breaking News

বলিউডের নকল করেই সোনা দিয়ে ওজন পাক-বধূর! ভাইরাল ভিডিও

দাঁড়িপাল্লায় বসিয়ে বধূর ওজন করা হয়েছিল। তাতেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া।

Real story behind Dubai Bride weighed in 'gold' in lavish wedding, viral video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 22, 2023 12:56 pm
  • Updated:May 22, 2023 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঁড়িপাল্লায় বসে পাকিস্তানি বধূ। সোনা দিয়ে তাঁর ওজন করা হচ্ছে। এমন ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা দেখে কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ করেছেন সমালোচনা। কিন্তু সত্যিই কি সোনা দিয়ে বধূর ওজন করা হয়েছিল? রহস্য ফাঁস হল এতদিনে। 

Advertisement

জানা গিয়েছে, পাকিস্তানের ওই নববধূর নাম আয়েশা তাহির। প্রতিবেশী মহম্মদ আদিলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এভাবে তাঁদের ভিডিও ভাইরাল হয়ে যাবে তা ভাবতে পারেননি নবদম্পতি। সত্যিই সোনা দিয়ে আয়েশার ওজন করা হয়েছে? এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন অনেকে। পরিচিতরাও বিস্ময় প্রকাশ করছেন।

[আরও পড়ুন: কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘দৃশ্যম’, নায়ক অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা]

কিন্তু এই সোনা যে আসল নয়। আদিলের পরিবার সূত্রে জানা গিয়েছে, বলিউড সিনেমা ‘যোধা আকবর’ থিমে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছবিতে এভাবেই ঐশ্বর্য রাইবচ্চনের চরিত্রের ওজন করা হয়েছিল। সেই থিমেই এমন কাণ্ড ঘটানো হয়। সোনালি কাগজে মোড়া জিনিস দিয়ে আয়েশার ওজন করা হয়।

এমনিতে নিকাহকে কেন্দ্র করে এলাহি আয়োজন করা হয়েছিল। ছ’মাস আগে বুর্জ খালিফায় সারা হয় বাগদান পর্ব। তারপর ওয়েডিং ফটোশুট হয় তুরস্কে। বিয়ের আগে প্রমোদতরীতে পার্টির আয়োজনও করা হয়েছিল। সেখানেও থিম ছিল বলিউড নাইট। তারপর দুবাইয়ে নিকাহ, ওয়ালিমা। ইতিমধ্যেই নিজেদের একটি ইনস্টাগ্রাম পেজ খুলে ফেলেছেন আয়েশা-আদিল। সেখানে আপলোড করছেন ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abdul Samad Zia Weddings (@abdulsamadzia)

[আরও পড়ুন: ‘ঘুম আসত না…’, অক্ষয়ের সঙ্গে বাগদান! সম্পর্ক ভাঙা নিয়ে কথা বলতে গিয়ে কান্না রবিনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement