সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ছত্তিশগড়ের (Chhattisgarh) অম্বিকাপুরে দেখা মিলল এক বিরল প্রজাতির কেউটে সাপের। সম্পূর্ণ সাদা রঙের এই সাপটি অ্যালবিনিজম অর্থাৎ শ্বেতী রোগাক্রান্ত (Albino krait)। সুরজপুর জেলার জয়নগর গ্রামের বাসিন্দারা চমকে গিয়েছেন এমন অদ্ভুত রঙের সাপ দেখে। খবর দেওয়া হয়েছে এক সর্প বিশেষজ্ঞকে। সত্যমকুমার দ্বিবেদী নামের ওই বিশেষজ্ঞ জানাচ্ছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি এক কুয়োর ভিতর থেকে সাপটিকে উদ্ধার করেন।
সত্যমকুমার জানাচ্ছেন, এযাবৎ তিনি তিনশোর বেশি সাপ ধরেছেন। তবে এমন সাপের মুখোমুখি তিনিও হননি। আসলে চিতি বলে পরিচিত এই ধরনের সাপ ছত্তিশগড়ে সাধারণত দেখতে পাওয়া যায় না। কী করে এই প্রজাতির সাপ এই এলাকায় এল ভেবে বিস্মিত হচ্ছেন গ্রামবাসীরা। তবে এই সাপকে আদৌ ভয় পাচ্ছেন না তাঁরা। কেননা এই প্রজাতির সাপ মোটেই আক্রমণাত্মক নয়। খোঁচালেও এরা পালটা আক্রমণ করে না। সাধারণত নিজেদের মাথা দেহের মধ্যে লুকিয়ে আত্মরক্ষা করতে দেখা যায় এদের।
এই ধরনের সাপগুলি নিরীহ হলেও সাধারণ কেউটে বা কমন ক্রেইট অত্যন্ত বিষধর। কালো ও হালকা রঙের মিশেলে ওই প্রজাতির সাপ সাক্ষাৎ মৃত্যুদূত। তাদের ঠিক উলটো ধর্মের এই চিতি সাপ। তবে ধর্মে ভিন্নতা সত্ত্বেও সব প্রজাতির কেউটেই নিশাচর। এরা দিনে ঘুমোয়। রাতেই এদের আনাগোনা বাড়ে। মেলানিনের অভাবেই এই ধরনের সাপের শরীর শ্বেতবর্ণ ধারণ করে। কখনও কখনও গোলাপি বা হলুদ রংও হয় তাদের। তবে কেবল সাপই নয়, অ্যালবিনোয় আক্রান্ত হতে পারে অন্য প্রাণীরাও। মানুষের মধ্যেও অনেকেরই ত্বকে শ্বেতী দেখা যায়। সবক্ষেত্রে মেলানিনের অভাবই কারণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.