Advertisement
Advertisement
Man ki baat

শুনতেই হবে ‘মন কি বাত’! মাঝপথেই বিয়ে থামালেন যুবক, ভাইরাল ছবি

বিশেষ দিনে হবু স্বামীর এমন আচরণ মেনে নিলেন কনে?

Rajasthan man stops wedding ceremony to listen to man ki baat | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 30, 2023 9:15 pm
  • Updated:April 30, 2023 9:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমদিন থেকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেছেন। একদিনের জন্যও প্রিয় অনুষ্ঠান শুনতে ভুল করেননি। কিন্তু সেই অনুষ্ঠানের শততম পর্ব সম্প্রচারের দিনে মহাসংকট! বিয়ের দিনেই কিনা দেখানো হবে মন কি বাতের বিশেষ শততম পর্ব! তাই ঠিক করলেন, বিয়ের মাঝপথেই মণ্ডপে চলবে মন কি বাত (Man ki Baat)। বাকি অনুষ্ঠান পরে হবে, আগে সকলকে মন কি বাত শুনতে হবে।

রাজস্থানে ঘটেছে এহেন ঘটনা। ভিলওয়ারের ঋষভ পোরওয়াল নামে এক যুবক নিয়ম করে মন কি বাতের প্রত্যেকটি অনুষ্ঠান শুনেছেন। কিন্তু বুঝতে পারেননি, তাঁর বিয়ের দিনেই মন কি বাতের শততম পর্ব সম্প্রচার হবে। রেডিও নয়, টিভির পর্দায় প্রধানমন্ত্রী-সহ অন্যান্য অতিথিদের দেখা যাবে। কিন্তু নির্দিষ্ট সময় মেনে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এখন কী উপায়?

Advertisement

[আরও পড়ুন: ‘কুছ কুছ হোতা হ্যায়…’, চঞ্চল চৌধুরীকে দেখে মুগ্ধ শ্রীলেখা, একটাই ইচ্ছে অভিনেত্রীর]

মাঝপথেই আচমকা বিয়ের অনুষ্ঠান থামাতে বলেন ঋষভ। সাফ জানিয়ে দেন, সকলকে মন কি বাত শুনতেই হবে। তার জন্য দরকার পড়লে বিয়ের অনুষ্ঠান খানিকক্ষণ বন্ধ থাকবে। বিয়ের পাত্র যদি এমন আবদার করে, তাহলে কীই বা করা যেতে পারে? অগত্যা পাত্রের কথায় রাজি হতে হল সকলকে। বিয়ের সাজে সেজেই রিসর্টে এলইডি স্ক্রিনের ব্যবস্থা হল। অতিথিরা সকলে মিলে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন। অনুষ্ঠানের শেষে নিয়ম মেনে ধুমধাম করে বিয়ে হল ঋষভের।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান নিয়ে এত আগ্রহ কেন? বিয়ের অনুষ্ঠান শেষে পাত্র ঋষভ জানিয়েছেন, প্রধানমন্ত্রীই (Narendra Modi) তাঁর জীবনের অনুপ্রেরণা। সেই জন্যই নিয়ম করে প্রত্যেকটি পর্ব শুনেছেন। বিশেষ দিনে হবু স্বামীর এমন আচরণ মেনে নিলেন কনে? ঋষভের সদ্যবিবাহিতা স্ত্রী অঞ্জলির অবশ্য কোনও আপত্তি নেই। স্বামীর ইচ্ছা পূরণ করতে পেরে বরং তিনি বেশ খুশি।

[আরও পড়ুন: শুধু ফলই নয়, খেজুর থেকে তৈরি সুস্বাদু এসব পদ চেখে দেখেছেন?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement