সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে টাকা ওড়ানো নতুন কিছু নয়। জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে কোটি কোটি টাকা হেলায় ওড়াতে দেখা গিয়েছে বহু দম্পতি ও তাঁদের পরিবারকে। ভারতের মাটিতে এমন ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে বহুবার। এবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে, থুড়ি আকাশে দেখা গেল তেমনই এক ছবি। রীতিমতো বিমানভাড়া করে কনের বাড়িতে লক্ষ লক্ষ টাকা বৃষ্টির মতো ওড়াল বরপক্ষ। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, এই ঘটনা পাকিস্তানের হায়দরাবাদের। ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করে উর্দু ভাষায় ঘটনার কথা জানিয়েছেন এক ব্যক্তি। সেখানে বলা হয়েছে, বরপক্ষের কাছে কন্যার বাবার অনুরোধেই এমনটা করা হয়। বিয়ের অনুষ্ঠানকে চমকপ্রদ করতে বরপক্ষের তরফে বিমান ভাড়া করা হয়। সেখানে টাকা বোজাই করে বরপক্ষের লোকজন কনেপক্ষের বাড়িতে গিয়ে আকাশ থেকে টাকার বৃষ্টি করেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কনের বাড়ির লক্ষ্য করে উড়ে আসছে একটি বিমান। কনের বাড়ির ঠিক উপরে বিমানটি আসতেই দেখা যায়, দফায় দফায় বিমান থেকে ছড়ানো হচ্ছে টাকা। এভাবে বেশ কয়েক দফায় টাকা ছড়ানোর পর ফিরে যায় বিমানটি। ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
دلہن کے ابو کی فرماٸش۔۔۔
دولہے کے باپ نے بیٹے کی شادی پر کراٸے کا جہاز لےکر دلہن کے گھر کے اوپر سے کروڑوں روپے نچھاور کر دیٸےاب لگتا ہے دُولھا ساری زندگی باپ کا قرضہ ہی اتارتا رہیگا pic.twitter.com/9PqKUNhv6F
— (@amalqa_) December 24, 2024
ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। কেউ আবার ‘ভিক্ষুক দেশ’ পাকিস্তানের এমন কাণ্ড দেখে কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘ছেলের বাবার কাছে কন্যার বাবার এই ঋণ সারা জীবন ধরে শোধ করতে হবে কনেকে।’ একজন লিখেছেন, ‘এবার বুঝতে পারছি পাকিস্তান কেন ঋণে ডুবে রয়েছে।’ এক ব্যক্তি আরও একধাপ এগিয়ে লেখেন, ‘পাকিস্তান সরকারের সারা বছরের বাজেট উড়িয়ে দিল। ফের ভিক্ষা করতে হবে ওদের।’ আরও একটি কমেন্টে লেখা হয়েছে, ‘কনের কথা ভুলে যান। ওদের প্রতিবেশী এখন পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.