সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উলটে গেল ট্রাক। আর তাতেই বেদম খুশি জনতা! বিষয়টা এককথায় এরকমই। কেননা সেই ট্রাকে ঠাসা ছিল বিয়ারের বোতল। যে যার মতো চারটে-পাঁচটা করে বোতল নিয়ে চম্পট দিল। ভাইরাল হয়ে গিয়েছে তামিলনাড়ুর এই ঘটনার ভিডিও।
ঠিক কী ঘটেছে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কৃষ্ণগিরির বান্দ্রাপল্লি ফ্লাইওভারের উপরে উলটে যায় বিয়ারভরতি ট্রাক। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারানোর পরই ঘটে যায় দুর্ঘটনা। রাস্তায় ছত্রকায় হয়ে পড়ে থাকতে দেখা যায় বহু বোতল। চারপাশে জমে যায় কৌতূহলী দর্শকের ভিড়। এরই মধ্যে জেসিবি এনে রাস্তা পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় পুলিশ।
এরপরই ঘটে যায় কাণ্ড। পুলিশকে চমকে দিয়ে রাস্তায় পড়ে থাকা বোতল নিয়ে কাড়াকাড়ি শুরু করে জনতা। অনেককেই দেখা যায় চার-পাঁচটি করে বোতল নিয়ে সেখান থেকে চম্পট দিতে। গোটা ঘটনায় থ হয়ে যান উপস্থিত পুলিশকর্মীরা। ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার ভিডিও (Viral video)। বিয়ার বোতল হাতে জনতার দৌড়াদোড়ির কাণ্ড দেখে হতবাক নেটিজেনরাও।
উল্লেখ্য, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.