Advertisement
Advertisement

Breaking News

Bihar

চলন্ত ট্রেনে ফোন চুরির চেষ্টায় বিপত্তি, ১ কিমি জানলায় ঝুলল ‘চোর’! ভাইরাল ভিডিও

বেকায়দায় পড়ে যাত্রীর জুতোর বাড়িও খেতে হল অভিযুক্তকে।

Passengers In Bihar Hold Thief Through Train Window | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:January 21, 2024 9:29 pm
  • Updated:January 21, 2024 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে, বাসে হামেশা ফোন চুরি ঘটনা ঘটে। বিশেষত বোকা বনতে হয় জানলার ধারে থাকা যাত্রীদের। ধরা পড়লে অবশ্যি রক্ষে নেই। বিহারে (Bihar) ট্রেনে মোবাইল চুরির ঘটনায় সম্প্রতি যেমনটা দেখা গেল। চোরের হাত ধরে ফেলেন এক যাত্রী। এর পরেই ভয়ংকর শাস্তি। বেশ কিছুক্ষণ চলন্ত ট্রেনের জানলার বাইরে ঝুলিয়ে রাখা হল অভিযুক্ত যুবককে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিপজ্জনক সেই ভিডিও।

বাংলার মতো বিহারেও ফোন চুরি আকছার ঘটে থাকে। জানা গিয়েছে, ভাইরাল ঘটনাটি নীতীশ কুমারের রাজ্যের ভাগলপুরের। যাত্রীর ফোন চুরির উদ্দেশে চলন্ত ট্রেনের জানলা দিয়ে হাত বাড়ান অভিযুক্ত যুবক। যদিও এযাত্রায় ব্যর্থ হন তিনি। উলটে ‘চোরে’র হাত ধরে ফেলেন যাত্রী। এর পরই চরম বিড়ম্বনায় পড়েন অভিযুক্ত। ট্রেনের গতি বাড়তে থাকলেও কিছুতেই যাত্রীর শক্ত মুঠো থেকে নিজের হাত ছাড়াতে পারছিলেন না তিনি। প্রায় ১ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় ছিলেন ওই যুবক।

Advertisement

 

[আরও পড়ুন: পাঁচ বিচারপতির রায়েই অযোধ্যায় রামমন্দির, আমন্ত্রণ পেয়েও উদ্বোধনে একজন! কেন?]

ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেনরা। (সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওর সত্যতা যাচাই করেনি।) কারণ ঝুলন্ত অবস্থায় যাত্রীরা জুতোর বাড়িও মারতে থাকে যুবককে। কোনওভাবে হাত ফসকে গেলে ট্রেনের তলায় চলে গিয়ে তুমুল বিপদ ঘটতে পারত। এযাত্রায় অবশ্যি তা হয়নি। ভিডিওর শেষে দিকে দেখা গিয়েছে, অভিযুক্ত যুবককে তাঁর সঙ্গীরা কোনও রকমে যাত্রীদের হাত থেকে উদ্ধার করে।

 

[আরও পড়ুন: বাবরির ভিতরে লেখেন ‘রাম রাম’, গুরুদ্বার তৈরির দাবিতে অযোধ্যায় সেই নিহাং শিখের উত্তরসূরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement