ছবি: সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৫ লক্ষ মহিলার মধ্যে একজন। একটা-দুটো নয়। একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন পাকিস্তানের (Pakistan) এক মহিলা। জানা গিয়েছে, অস্ত্রোপচার ছাড়াই পৃথিবীর আলো দেখেছে ৬ খুদে। একসঙ্গে ৬ জনকে পেয়ে আনন্দে আত্মহারা পাকিস্তানি পরিবারের সদস্যরাও।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির (Rawalpindi) জেলা হাসপাতালে ভর্তি হন জিনাত ওয়াহিদ নামে এক অন্তঃসত্ত্বা। পরেরদিনই তাঁর কোল আলো করে জন্ম নেয় ৬ সন্তান। নবজাতকদের মধ্যে ৪টি পুত্র এবং দুটি কন্যা। হাসপাতাল সূত্রে খবর, শিশুদের প্রত্যেকটির ওজন দুই পাউন্ডের খানিকটা কম। তবে মা ও সন্তানরা সকলেই সুস্থ রয়েছেন।
এই প্রথমবার মা হয়েছেন জিনাত। একবারে ৬ সন্তান কোলে পেয়ে উচ্ছ্বসিত তিনি। যদিও প্রথমদিকে প্রচুর সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। নানা শারীরিক সমস্যার কারণে অস্ত্রোপচার করানো যায়নি। নরম্যাল ডেলিভারিতেই টানা এক ঘণ্টা ধরে পরপর ৬ সন্তানের জন্ম দেন। শেষ পর্যন্ত সুস্থভাবেই ভূমিষ্ঠ হয় ৬ খুদে। তবে জন্মের পর থেকে ইনকিউবেটরে রাখা হয়েছে তাদের। বেশ কিছু সমস্যা থাকলেও জিনাত কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী চিকিৎসকরা।
একসঙ্গে ৬ সন্তানের মা হয়ে কেমন লাগছে? পরিবার সূত্রে খবর, প্রথমবার মা হয়ে উচ্ছ্বসিত জিনাত। একসঙ্গে ৬ সন্তানকে পেয়ে তো আরও খুশি গোটা পরিবার। আপাতত মা ও সন্তানদের দেখভাল করার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে ৬ সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে পেরে খুশি হাসপাতালের কর্মীরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.