সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নানা ধরনের ভিডিও বানিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম কাঁপিয়ে অর্থ রোজগার করে থাকেন। নিজের পরিচয় দেন সারমেয়দের ‘মা’ হিসেবে। কিন্তু মায়ের এ কী রূপ! নিজেরই পোষ্যের সঙ্গে নানা যৌনক্রীড়া করেন! শুধু তাই নয়, সেসব ভিডিও তুলে পোস্ট করেন সোশাল মিডিয়ায়। এসব গুরুতর কীর্তির অভিযোগে গ্রেপ্তার ফ্লোরিডার সেই মহিলা। পরে অবশ্য জামিনে ছাড়াও পান। এহেন ঘটনা ঘিরে তোলপাড় নেটপাড়ায়।
ফ্লোরিডার বাসিন্দা ২৭ বছরের লোগান গুমিনস্কি। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাঁকে চেনেন সকলে। আর তিনি নিজেকে সারমেয়দের ‘মা’ বলতেই পছন্দ করেন। একটি চি-হুয়াহুয়া প্রজাতির পোষ্য রয়েছে তাঁর। সেই কুকুরকে আদরের নামে লোগান নাকি তার সঙ্গে নানা ধরনের যৌন ক্রীড়া করেন। সেইসব দৃশ্যের ভিডিও করেন। পোষ্যকে নিয়ে সেই সব ভিডিও, ছবি সোশাল মিডিয়া পোস্টও করেছেন। প্রথমদিকে পোষ্যের সঙ্গে লোগানের এসব ছবি আপাতভাবে পোষ্য-মালিকের সুসম্পর্কই মনে হতো। কিন্তু জানুয়ারি থেকে এসব ছবিতে অন্য কিছুর আভাস পেতে শুরু করেন নেটিজেনরা।
দেখা যায়, লোগানের পোষ্য চি-হুয়াহুয়ার সঙ্গে যৌনদৃশ্যই পোস্ট করেছেন। এনিয়ে অভিযোগ দায়ের হয়। মার্চের ২১ তারিখ ফ্লোরিডার গোয়েন্দা দপ্তরের তরফে মিস ব্যাটস নিজে জিজ্ঞাসাবাদ করেন লোগানকে। পুলিশের কাছে তিনি নাকি পোষ্য কুকুরের সঙ্গে যৌনতা কথা স্বীকার করে নেন। এও জানান, ওইসব ‘কনটেন্ট’ পোস্ট ভাগ করে নেওয়ার জন্য অন্য একটি সোশাল মিডিয়া ইউজার তাঁকে ৫০০ ডলার (ভারতীয় মুদ্রায় ৪৩ হাজার টাকা)দিয়েওছিলেন। অর্থাৎ সেসব কনটেন্ট থেকে আয়ও করেছেন। লোগান এও স্বীকার করেছেন যে পোষ্যের সঙ্গে এধরনের দৃশ্যের ছবি, ভিডিও সবই তাঁর সংগ্রহে রয়েছে। এসবের জেরে কয়েকদিন আগে লোগানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১০ হাজার ডলারের বিনিময়ে তাঁকে জামিন দেওয়া হয়। তবে এপ্রিলের শেষে আবারও তাঁকে পুলিশি জেরার মুখোমুখি হতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.