সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবরস্থান কিংবা শ্মশানের পাশ দিয়ে যাতায়াত করলেই গা ছমছম করে ওঠে। আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় অনেকের। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া দু’টি ছবি সেই ধারণা বদলে দিতে পারে। আতঙ্কের পরিবর্তে কবরস্থানে ঢুকে কঙ্কালের সঙ্গে সন্ন্যাসিনীর বেশে এক মহিলাকে নাচতে দেখা গিয়েছে। ওই ছবি দেখে চোখ কপালে উঠেছে অনেকের।
ভাইরাল হওয়া ওই ছবিটি ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটির হাল জেনারেল সেমেট্রির (Hull general cemetery)। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে সন্ন্যাসিনীর বেশধারী এক মহিলা কবরস্থানে কঙ্কালের সঙ্গে নাচছেন। কথা বলছেন।
এমনকী একটি কুকুরের কঙ্কালের (Skeleton) সঙ্গে খেলা করতেও দেখা গিয়েছে তাঁকে।
কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী এই কাণ্ড দেখতে পান। তড়িঘড়ি গোটা ঘটনাটি স্মার্টফোনে ক্যামেরাবন্দি করেন তিনি। ছবিটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর এমন ছবি ভাইরাল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয়, সে বিষয়ে নতুন করে বলার কিছুই নেই। এ ছবির সত্যতা যাচাই করেনি Sangbad Pratidin.in।
প্রত্যক্ষদর্শীর দাবি, পাশ দিয়ে যাওয়ার সময় সন্ন্যাসিনীর (Nun) বেশধারী এক মহিলাকে কবরস্থানের ভিতরে দেখেন তিনি। কঙ্কাল নিয়ে নাচছিলেন। কুকুরের একটি কঙ্কাল নিয়ে কথা বলছিলেন। খেলা করছিলেন। ওই দৃশ্য দেখে কবরস্থানের বাইরে ভিড় জমান বহু পথচলতি মানুষ। তবে কেউই সাহস করে কবরস্থানের ভিতরে ঢোকেননি। ওই সন্ন্যাসিনীর সঙ্গে কথা বলার সাহসও দেখাননি কেউই। সন্ন্যাসিনীর বেশধারী ওই মহিলা কেন এমন আচরণ করছেন তা নিয়ে দ্বিধাবিভক্ত প্রত্যক্ষদর্শীরা। কারও মতে, ওই কঙ্কালগুলি আসল নয়। তিনি কোনও কারণে এমন অভিনয় করছিলেন। আবার কেউ কেউ এই ঘটনার সঙ্গে ভৌতিক যোগসূত্র পাচ্ছেন।
উল্লেখ্য, ১৮৪৭ সালে কবরস্থানটি তৈরি করা হয়। ১৯৭২ সাল পর্যন্ত কবরস্থানটি ব্যবহার হত। তারপর থেকে আর কোনও মৃতদেহ ওই কবরস্থানে কবর দেওয়া হয়নি। বর্তমানে হাল সিটির বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি এই কবরস্থান। সন্ন্যাসিনীর কঙ্কালের সঙ্গে নাচের ছবি ভাইরাল হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই কবরস্থান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.