Advertisement
Advertisement
Tomato

সোনার মতো দামি! টমেটো লুট রুখতে দোকানে বাউন্সার রাখলেন সবজি বিক্রেতা

টমেটোর দাম আকাশ ছুঁয়েছে তাই বাউন্সার রেখেছি, জানালেন সবজি বিক্রেতা।

Now Uttar Pradesh Vegetable Seller Hires Bouncers To Keep Tomatoes Safe From Loot | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 9, 2023 7:14 pm
  • Updated:July 9, 2023 7:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবজি বাজারে আগুন লাগিয়ে বর্ষাকে স্বাগত জানাচ্ছে দেশ। তবে গত কয়েক সপ্তাহে দামে বাকি সবজিকে পিছনে ফেলে দিয়েছে টমেটো (Tomato)। সোনার দামে বিকোচ্ছে এই ফসল! ছুঁলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের হাতে! লাল টুকেটুকে সেই ‘রত্ন’ লুট হত পারে এই আশঙ্কায় এবার দোকানে বাউন্সার রাখলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক টমেটো বিক্রেতা। সবজির লাগামছাড়া দাম নিয়ে বার্তা দিতেই এই অভিনব কাণ্ড।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, বারাণসীর গলিতে সবজির দোকান রয়েছে অজয় ফৌজি নামের ওই ব্যক্তির। অন্যান্য সবজির পাশাপাশি টমেটোও বিক্রি করেন তিনি। অজয় বলেন, ‘‘টমেটোর দাম আকাশ ছুঁয়েছে তাই বাউন্সার রেখেছি। লোকে টমেটো পেতে সহিংস হয়ে উঠছে, এমনকী লুট করছে। যেহেতু আমার দোকানে টমেটো রয়েছে, তাই বাউন্সার রেখেছি। ১৬০ টাকা কেজি টোম্যাটো বিক্রি হচ্ছে। লোকে ৫০ বা ১০০ গ্রাম টমেটো কিনছেন।”

Advertisement

[আরও পড়ুন: যত কাণ্ড মধ্যপ্রদেশে, এবার চুরির অভিযোগে নগ্ন করে মার যুবককে! ভাইরাল নিগ্রহের ভিডিও]

সাধারণত নিরাপত্তার খাতিরে সোনা-হিরের মতো দামি রত্নের দোকানে বাউন্সার রাখা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে টমেটো পাহারায় বাউন্সারের প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন কৃষক এবং সবজি বিক্রেতারা। ক’দিন আগে কর্নাটকের হাসান জেলার গনি সোমানাহল্লি গ্রামে এক কৃষকের ক্ষেত থেকে দেড় লক্ষ টাকার টমেটো চুরি হয়। অন্ধ্রপ্রদেশে এক সবজি বিক্রেতার দোকান থেকে বেছে বেছে টমেটো, লঙ্কার মতো দামি সবজি চুরি করেছে দুষ্কৃতীরা।

[আরও পড়ুন: বন্ধুর সঙ্গে বচসা চলাকালীন শিবাজিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, গুজরাটে গ্রেপ্তার যুবক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement