Advertisement
Advertisement

Breaking News

Croatia

হৃদমাঝারে…! প্রেমদিবসে কিনতে পারেন হার্টের মতো দেখতে আস্ত দ্বীপ, দাম জানেন?

ক্রোয়েশিয়ার পাসম্যান চ্যানেলে রয়েছে এই দ্বীপ।

Now Part of Croatia's heart-shaped island up for sale |
Published by: Kishore Ghosh
  • Posted:February 14, 2023 4:15 pm
  • Updated:February 14, 2023 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যালেন্টাইন ডে (Valentines Day) হল হৃদয় দেওয়া-নেওয়ার দিন। ভালোবাসার দিনটিতে প্রিয়কে উপহার দেওয়া যার মিষ্টি রেওয়াজ। ফুল থেকে গয়না, অনেক কিছুই হতে পারে উপহার। তবে ট্যাকের জোর থাকলে আস্ত দ্বীপও উপহার দিতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে। হঠাৎ দ্বীপের কথা উঠছে কেন? কারণ ক্রোয়েশিয়ার (Croatia) এই দ্বীপটির আকৃতি অনেকটা ‘হার্ট’-এর মতো। বিক্রি আছে সেই দ্বীপ। ঠিক হয়েছে দাম। কত?

পাসম্যান চ্যানেলের এই দ্বীপটি ধনকুবেরদের পছন্দের জায়গা। নীল জলরাশির মাঝখানে একখণ্ড সবুজ নির্জনতা উপভোগ করতে আসেন কিংবদন্তি পপ তারকা বিয়নসে, ক্রীড়াবিদ মাইকেল জর্ডন, আমাজন কর্তা জেফ বেজোসের মতো ব্যক্তিত্বরা। যদিও এই দ্বীপে জনবসতি নেই, আজ অবধি কোনও হোটেল বা রিসর্টও গড়ে ওঠেনি। তাহলে থাকার জায়গা?

Advertisement

[আরও পড়ুন: পুলওয়ামার ১৯ হামলাকারীর মধ্যে ৮ জনই খতম, হামলার চার বছর পর দাবি পুলিশের]

ক্ষমতাশালী তথা ধনী ব্যক্তিরা ব্যক্তিগত বিলাসবহুল ইয়টে চেপে এখানে আসেন। প্রকৃতির কোলে কাটিয়ে দেন কয়েক ঘণ্টা বা কয়েকটি দিন। থাকেন ইয়টেই। ভ্যালেন্টাইন ডে-র দিন সেই দ্বীপ বিক্রির কথাই জানা গিয়েছে। তবে পুরো দ্বীপ নয়, একটি অংশ বিক্রির কথা বলা হচ্ছে। দাম বেশি না, মাত্র ১৩ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ কিনা ভারতীয় মুদ্রায় ১১৫ কোটি টাকা। ট্যাকে জোর আছে? তাহলে এখনই  প্রেমিকাকে উপহার দিন হৃদয়-দ্বীপ।

ট্যাকে জোর থাকলে প্রেমদিবসে সঙ্গীকে কিনে দিতে পারেন

[আরও পড়ুন: রেলের খাবার জেলের খাবার! ভাইরাল মহিলা যাত্রীর টুইট, উত্তরে কী বলল IRCTC?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement