ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের সমস্ত সেলুনের মালিকদের উদ্দেশে চিঠি লিখলেন গ্রামের স্কুলের শিক্ষক। নেপথ্যে কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ। আরও ভাল করে বললে, তাঁর অভিনীত ‘হেব্বুলি’ নামের একটি সিনেমা। যা দেখার পর মাথায় ‘ভূত’ চেপেছে স্থানীয় স্কুল পড়ুয়াদের। স্কুলপড়ুয়ারা সকলেই সুদীপের অনুকরণ চুলে ছাঁট দিতে শুরু করেছে। ঘটনায় বেজায় উদ্বিগ্ন সরকারি স্কুলের প্রধানশিক্ষক। ‘ভূত’ নামাতে সেলুন মালিকদের দ্বারস্থ হলেন তিনি।
অদ্ভূতুড়ে কাণ্ড কর্ণাটকের (Karnataka) বাগালকোট জেলার কুলাহাল্লি গ্রামের। যেখানে কিচ্চা সুদীপের হিট সিনেমার জ্বরে কাঁপছে তরুণ প্রজন্ম। যদিও ‘হেব্বুলি’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। সম্প্রতি তার প্রেমে পড়ে গিয়েছে স্কুলপড়ুয়া কিশোররাও। ছবি নায়কের মতো করে চুলে ছাঁট দিতে শুরু করেছে তারা। এই ছাঁটে মাথার এক পাশের চুল খুব ছোট করে কাটা হয়, অন্য পাশে চুল লম্বা রাখা হয়। স্কুলের ছাত্রদের অধিকাংশ এই কায়দায় চুল কাটায় হতবাক হন শিক্ষকরা। তাঁরা বিষয়টিকে প্রধানশিক্ষককে জানান। তিনি গ্রামের সমস্ত সেলুনের মালিকদের উদ্দেশে চিঠি লেখার সিদ্ধান্ত নেন।
চিঠিতে বলা হয়েছে, হেব্বুলি ছাঁট দিচ্ছে স্কুলের ছাত্ররা। এর ফলে পড়াশোনার প্রতি আগ্রহ নষ্ট হচ্ছে তাঁদের। বেশি করে চুলের ছাঁটের প্রতি মনোযোগী হয়ে পড়ছে কিশোররা। অতএব, “বিনীত অনুরোধ, কোনও ছাত্র যদি এই রকম ছাঁট দিতে চায়, তা হলে তাদের নাম আমার কাছে পাঠান।” যার পর ব্যবস্থা নেবেন প্রধান শিক্ষক মহাশয় নিজেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.