Advertisement
Advertisement

এবার গোমূত্রে তৈরি সাবান-ফেস প্যাক মিলবে অনলাইনে! কারা বিক্রি করছে জানেন?

বিক্রি করা হবে ৫৬ ইঞ্চির মোদি কুর্তাও।

Now Amazon to sell cow dung soaps, Modi & Yogi kurtas
Published by: Subhajit Mandal
  • Posted:September 19, 2018 7:37 pm
  • Updated:September 19, 2018 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোভক্তদের ভক্তিকে কাজে লাগিয়ে এবার ভাল বিজনেস-প্ল্যান তৈরি করে ফেলল আরএসএস। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তাৎপর্যপূর্ণভাবে এদেশে বেড়েছে গোমূত্রের গুরুত্ব, পাল্লা দিয়ে বেড়েছে জনপ্রিয়তাও। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই এবার গোমূত্রের তৈরি প্রসাধনের সামগ্রী বাজারে আনতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি শাখা।

[‘বিজেপি নেত্রীদের ধর্ষণ করলেই পুরস্কার ২০ লক্ষ টাকা’]

ই-কমার্স সাইটে গোমূত্রের বিক্রি-বাটা নতুন কিছু নয়। এমনকি অনলাইনে বিক্রি হয় ঘুঁটেও। এ নিয়ে এর আগে সোশ্যাল মিডিয়ায় বিস্তর হাসাহাসি হয়েছে।তাই বলে, গোমূত্র থেকে তৈরি বিউটি প্রোডাক্টস! এবার সেটাই হতে চলেছে। অনলাইনে এবার পাওয়া যাবে গোমূত্রের তৈরি সাবান, শ্যাম্পু, ফেসপ্যাক এমনকী টুথপেস্টও। আরএসএসের একটি শাখা সংগঠনের দাবি, গোমূত্র থেকে তৈরি আয়ুর্বেদিক প্রসাধনী সামগ্রীর আলাদা চাহিদা রয়েছে বাজারে। মথুরায় দীনদয়াল ধাম নামে আরএসএস-এর যে কেন্দ্রটি রয়েছে সেখানেই তৈরি হচ্ছে প্রসাধনী থেকে শুরু করে পোশাক এমনকি ওষুধও।
শুধু গোমূত্রের বিউটি প্রোডাক্ট নয়। ওই সংস্থাটি আরও একটি চমক আনতে চলেছে। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের জনপ্রিয়তাকে কাজে লাগাতে বাজারে আনতে চলেছে মোদি এবং যোগী কুর্তা। পোশাকগুলির ছাতির মাপ হবে ৫৬ ইঞ্চি। ৫৬ ইঞ্চি ছাতির পোশাক নিয়ে লোকজনের মধ্যে কৌতুহল কম নয়। সেই জনপ্রিয়তা যে কাজে আসবে, আশা করছেন সংস্থার কর্মীরা। প্রাথমিক ভাবে ৩০ রকমের থেরাপিউটিক দ্রব্য বিক্রি করা হবে। সঙ্গে থাকবে ১০ রকমের পোশাকও।

Advertisement

[বিরোধীদের ভরসা নেই, তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স আনল কেন্দ্র]

আরএসএসের ওই শাখা সংগঠনের এক কর্তা জানিয়েছেন, চাহিদার কথা মাথায় রেখেই এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে। তবে সংস্থার আশা, গোমূত্রের তৈরি জিনিসের চাহিদাই সবচেয়ে বেশি হবে। যে জিনিসগুলো বিক্রি করা হবে তার দামও খুব একটা বেশি নয় বলে জানিয়েছেন তিনি। ১০ টাকা থেকে ২৩০ টাকা দামের জিনিস পাওয়া যাবে। মোদী বা যোগী কুর্তার দাম এক একটি ২২০ টাকা। আরএসএস মুখপাত্র অরুণ কুমার আবার বলছেন, কোনও ব্যবসায়fক উদ্দেশ্য নয়, স্থানীয়দের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নিতেই এই সিদ্ধান্ত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement