Advertisement
Advertisement
Nagpur

চা দেয়নি কেন? মাঝপথেই অস্ত্রোপচার ছাড়লেন ডাক্তার

ঘটনার তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর।

Not Being Served Tea, Nagpur Doctor Leaves Surgery Midway | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 8, 2023 3:49 pm
  • Updated:November 8, 2023 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে একশ্রেণির চিকিৎসকের বিরুদ্ধে। সঙ্গীতশিল্পী নচিকেতার জনপ্রিয় গান বলছে, একজন ডাক্তার আদতে কৌশলী ব্যবসাদার। এই কারণেই ডান পায়ের বদলে বাম পায়ে অস্ত্রোপচার, যেহেতু রোগী উপার্জনের মাধ্যম ছাড়া কিছু নয়। তবে নাগপুরের (Nagpur) এক চিকিৎসক এমন অভিযোগকেও হার মানালেন। চা তেষ্টা পেয়েছিল ডাক্তারবাবুর।সময় মতো তা না পেয়ে গোঁসা করে অস্ত্রোপচারের মাঝপথেই অপরেশন থিয়েটার ছাড়লেন তিনি। যার পর মাথায় হাত পড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।

৩ নভেম্বর নাগপুরের মৌদা তহশিলের সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। ওই দিন মোট ৮ জন মহিলার গর্ভাশয়ের অস্ত্রোপচারের কথা ছিল। চার জন মহিলার অস্ত্রোপচার নির্বিঘ্নে সম্পূর্ণও হয়েছিল। বাকিদের অ্যানাস্থেসিয়া হয়ে গিয়েছিল। এর পরেই তুমুল রেগে যান চিকিৎসক তেজরং ভালাভির। হাসপাতাল কর্মীদের কাছে এককাপ চা চেয়েছিলেন তিনি। সময় মতো তা না পেয়ে ক্ষেপে ওঠেন এবং অস্ত্রোপচারের মাঝপথেই অপরেশন থিয়েটার ছাড়েন।

Advertisement

[আরও পড়ুন: শিলংয়ের যানজটের সুরাহায় কলকাতা পুলিশ! কীভাবে?]

এমন কাণ্ডে চূড়ান্ত অস্বস্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা স্বাস্থ্য অধিকারিককে ঘটনার কথা জানিয়ে সাহায্য চায় তারা। স্বাস্থ্য অধিকারিক অন্য এক চিকিৎসককে পাঠালে বাকি মহিলাদের অস্ত্রোপচার সম্ভব হয়। পাশাপাশি অনভিপ্রেত এই কাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক। এই বিষয়ে নাগপুর জেলা পরিষদের সিইও সৌম্য শর্মা জানিয়েছেন, সরকারি হাসপাতালের ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট হাতে এলেই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement