Advertisement
Advertisement

Breaking News

Bengaluru

‘খবরদার, ঘনিষ্ঠ হবেন না’, বেঙ্গালুরুর ক্যাবের ভিতরে যুগলদের উদ্দেশে সতর্কবার্তা ঝোলালেন চালক!

ভাইরাল হয়ে গিয়েছে ওই ছবি।

'No romance', Bengaluru cab driver's warning note goes viral
Published by: Biswadip Dey
  • Posted:March 20, 2025 10:24 pm
  • Updated:March 20, 2025 10:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা বসন্তকাল হতে পারে। তবু মনে রাখতেই হবে প্রেম যদি উত্তম-সুচিত্রা হয়, উলটো দিকে কিন্তু কমল মিত্রও রয়েছেন! বেঙ্গালুরুর এক ক্যাব চালকের ‘কীর্তি’ দেখলে এমনটাই মনে হবে। ভাইরাল হয়ে গিয়েছে চালকের পাশের আসনের পিছনদিকে ঝুলিয়ে রাখা যাত্রীদের প্রতি তাঁর ‘সতর্কবাণী’! বলা ভালো যে সব যুগল ট্যাক্সির মধ্যেই খুচরো প্রেমসন্ধানী, তাঁদের দিকে তাক করে রীতিমতো বোমাই বুঝি ছুড়ে দিয়েছেন ওই চালক।

ঠিক কী লিখেছেন তিনি? পরিষ্কার লেখা হয়েছে ‘ওয়ার্নিং!! রোম্যান্স নয়। এটা ক্যাব। আপনার ব্যক্তিগত কোনও জায়গা নয়। অথবা ওয়ো-ও নয়। সুতরাং দূরত্ব বজায় রাখুন। সংযত থাকুন।’ আর এই পোস্ট দেখে চমকে গিয়েছেন বহু নেটিজেন। কেউ তাঁর পাশে দাঁড়িয়েছেন। কেউ এহেন কমল মিত্র-সুলভ হুমকির নিন্দাও করেছেন। তবে সব মিলিয়ে পোস্টটা নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে যত্রতত্র।

Advertisement

Saw this in a cab in Bengaluru today
byu/dancing_pappu inindiasocial

দেশের স্টার্টআপ রাজধানী বেঙ্গালুরু সম্প্রতি বারবার মিমের কল্যাণে নেটভুবনের কৌতূহলের কারণ হয়েছে। সেই তালিকারই নয়া সংযোজন এই ক্যাব চালকের হুঁশিয়ারি-বার্তা। অনেকেই লিখেছেন, চালক গাড়ি চালানোর সময় এই ধরনের ব্যাপার পিছনের আসনে চললে তাঁর মনঃসংযোগ নষ্ট হতে পারে। পাশাপাশি এও বলা হয়েছে, এই বিষয়টা থেকে কেউ যদি দূরেই থাকতে চায়, তাঁকে এভাবে জোর করে সাক্ষী বানানোর কী মানে! আবার কোনও কোনও নেটিজেন এমনও খোঁচা দিয়েছেন, ওই চালক নিজেও হয়তো নিজের সময়ে ‘খেলোয়াড়’ ছিলেন। তাই এখন এতটা সতর্ক থাকতে চাইছেন। সব মিলিয়ে নরমে গরমে সকলের নজরে পড়ে গিয়েছেন ওই চালক। তাঁর সতর্কবাণী ঘিরে পক্ষে-বিপক্ষে জোর সওয়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub