Advertisement
Advertisement

Breaking News

New Zealand

আদিবাসী নাচে কনিষ্ঠতম সাংসদের অভিনব প্রতিবাদ, ভাইরাল নিউজিল্যান্ড পার্লামেন্টের ভিডিও

প্রাচীন জনজাতির অধিকার কাড়ছে নয়া বিল, দাবি প্রতিবাদীদের।

New Zealand MP start traditional dance to protest on new bill
Published by: Anwesha Adhikary
  • Posted:November 15, 2024 12:42 pm
  • Updated:November 15, 2024 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রাচীন উপজাতির অধিকার কেড়ে নিচ্ছে নতুন বিল! তার প্রতিবাদে অভিনব দৃশ্যের সাক্ষী থাকল নিউজিল্যান্ডের পার্লামেন্ট। মাওরিদের অধিকার কেড়ে নেওয়া বিলের প্রতিবাদ করতে মাওরিদের ঐতিহ্যশালী নাচে মেতে উঠলেন কিউয়ি সাংসদ। নাচতে নাচতেই ছিঁড়ে ফেললেন বিতর্কিত বিলের কপি। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের পার্লামেন্টে পেশ করা হয় ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া। সেই খসড়া পাঠের পরেই প্রতিবাদ শুরু করেন নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ সাংসদ হানা রাওহিতি মাইপি ক্লার্ক। ২২ বছর বয়সি হানা তে পাতি মাওরি দলের সদস্য। বৃহস্পতিবার ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া পাঠের পরেই তার কপি ছিঁড়ে ফেলেন হানা। তার পরে মাওরিদের ঐতিহ্যশালী হাকা নাচে মেতে ওঠেন তিনি। সঙ্গী হন বেশ কয়েকজন বিরোধী সাংসদও। পার্লামেন্টের অধিবেশন দেখতে গ্যালারিতে হাজির থাকা আমজনতাও নাচের তালে পা মেলান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

সবমিলিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় পার্লামেন্টে। গ্যালারি থেকে বের করে দেওয়া সকলকে। সাসপেন্ড করা হয় হানাকেও। পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয় কয়েকজন সাংসদকেও। শেষ পর্যন্ত অবশ্য পাস হয়ে যায় বিলটি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেন, ব্যক্তিগতভাবে বিলের বিরোধী হলেও রাজনৈতিক কারণে তিনি নিজের দলের সাংসদদের নির্দেশ দেন এই বিতর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য।

গত কয়েকদিন ধরেই নিউজিল্যান্ডে তুমুল বিতর্ক চলছে ট্রিটি প্রিন্সিপালস বিল নিয়ে। ১৮৪০ সালে স্বাক্ষরিত হওয়া ওয়াইটাঙ্গি চুক্তির ভিত্তিতেই আনা হয়েছে এই বিল। তার পরেই বিরোধীদের দাবি, এই বিলে নিউজিল্যান্ডের প্রাচীন জনজাতি মাওরিদের অধিকার খর্ব হচ্ছে। সেই সঙ্গে ছড়াচ্ছে জাতিবিদ্বেষও। আগামী সপ্তাহেই এই বিলের প্রতিবাদে পথে নামার পরিকল্পনা করেছেন হাজার হাজার নিউজিল্যান্ডবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement