Advertisement
Advertisement

বিশ্বের দীর্ঘতম ‘স্টেপল চেন’ তৈরি করে গিনেস বুকে শান্তিপুরের অনুপম

টানা ৪৪ দিনের অক্লান্ত পরিশ্রমে মেলে সাফল্য৷

Nadia man enters Guinness Book with longest ‘stapler chain’
Published by: Kumaresh Halder
  • Posted:November 1, 2018 6:15 pm
  • Updated:November 1, 2018 6:38 pm  

বিপ্লব চন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বিশ্বের দীর্ঘতম স্টেপল চেন তৈরি করে গিনেস বুকে নাম তুললেন নদিয়ার শান্তিপুরের অনুপম সরকার৷ আমেরিকা ও বাংলাদেশের দু’জনকে হারিয়ে এক হাজার ৮১৯ ফুট লম্বা স্টেপল চেন তৈরি করে গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ডসে নিজের নাম লেখালেন বাংলার এই যুবক৷  

জানা গিয়েছে, টানা ৪৪ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ৫৫৪.৫৪ মিটার দৈর্ঘ্যের স্টেপল চেনটি তৈরি করেন অনুপম৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর এই কৃতিত্বকে ‘অফিসিয়ালি অ্যামেজিং’ বলে স্বীকৃতি দিয়েছে বলে জানা গিয়েছে৷ পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট৷ সেই সার্টিফিকেটে স্পষ্টই লেখা, ‘দ্যা লংগেস্ট চেন অফ স্টেপল৷’

Advertisement

[মু্খ্যমন্ত্রীর উপস্থিতিতেই চারবার বিদ্যুৎ বিভ্রাট, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব]

বিশ্বরেকর্ড গড়ে অনুপমের মন্তব্য, ‘‘আমি এই বিশ্ব রেকর্ডের মধ্য দিয়ে এই বার্তাই দিতে চাই যে, এই চেনের মতো জাতি-ধর্ম নির্বিশেষে ভারতের সব মানুষ এক শৃংখলে বাঁধা পড়ুক৷ তাই আমি আমার এই চেইনকে নাম দিয়েছি সম্প্রীতির শৃঙ্খল৷ এই কাজের স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত খুশি৷’’ যদিও, অনুপমের এই কাজটা শেষ করতে খুব একটা সহজ ছিল না৷ কারণ, ৭১ হাজার ৫০০টি স্ট্যাপল পিন কোনও যন্ত্র ছাড়াই স্রেফ হাতের আঙুলের মাধ্যমে ১ হাজার ৮১৯ ফুটেরও লম্বা বিশাল চেন তৈরি করতে সময় ও অর্থ দুই ব্যয় করতে হয়েছে অনুপমকে৷

[ফেসবুক সহায়, ২৫ দিন পর বাড়ি ফিরছেন অশীতিপর বৃদ্ধ]

ইচ্ছা ছিল, এমন কিছু একটা কাজ করবেন, যা মনে রাখবে মানুষ৷ যেমন ভাবনা, তেমনই কাজ৷ ঠিক করেন, কিছু একটা করে গিনেস বুকে নাম তুলবেন৷  খোঁজ নিয়ে জানতে পারেন, স্ট্যাপল চেন বানিয়ে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বাংলাদেশের একজন৷ এরপর আমেরিকার ম্যাকেঞ্জি মার্টিন নামের আর একজন ২৬ হাজার ৫০০টি স্টেপল পিন দিয়ে এক হাজার ১৫৭ ফুট লম্বা স্ট্যাপল চেন বানিয়ে গিনেস বুকে নাম তুলেছেন৷ তবে, তাঁকে স্ট্যাপল চেন বানিয়ে গিনেস বুকে নাম তুলতে গেলে আরও বড় ও একটু ব্যাতিক্রমি চেন তৈরি করতে হবে৷ সিদ্ধান্ত নেন, তাই-ই করবেন৷

[পঞ্চায়েত অফিসের পিছনে উদ্ধার ডিজিটাল রেশন কার্ড, বাঁকুড়ায় চাঞ্চল্য]

ঠিক করলেন, দুই বিদেশিকে হারাবেন৷ সেই শুরু৷ চলতি বছরের ৯ এপ্রিল থেকে কাজ শুরু করে রোজ প্রায় ১৮ ঘণ্টা প্ররিশ্রম করে এক হাজার ৮১৯ ফুটের বেশি লম্বা স্টেপল চেন তৈরি করেন৷ এরপরই গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস দপ্তরে যোগাযোগ করেন৷ মেলে উত্তর৷ অনুপম বলেন, ‘‘১ মে গিনেস বুক কর্তৃপক্ষ আমাকে ৩৩ পাতার গাইডলাইন পাঠায়৷ বাজার থেকে ৭২ হাজার ৫০০টি স্টেপল পিন কিনতে ৩৯৫ টাকা ও একটা স্টেপলার কিনতে ২৭ টাকা খরচ করি৷ তবে, কোনও যন্ত্র ছাড়া স্রেফ হাতের আঙুলের মাধ্যমে বানিয়ে ফেলি বিশ্বের দীর্ঘতম স্ট্যাপল চেন৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement