Advertisement
Advertisement
Mahabharata

Viral Video: মুসলিম ব্যক্তির গলায় ‘মহাভারত’ ধারাবাহিকের গান, উচ্চারণ শুনে মুগ্ধ নেটিজেনরা

নস্ট্যালজিয়া উসকে দিলেন প্রৌঢ়। 

Muslim man sings Mahabharata title song, video goes viral | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 22, 2021 3:59 pm
  • Updated:September 22, 2021 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মহাভারত কথা…।’ ১৯৮০-৯০-এর দশকে রবিবার করে এই গানই কানে ভেসে আসত ভারতীয়দের। গোটা পরিবার টিভির পর্দায় চোখ রাখত ‘মহাভারত’ দেখার জন্য। সম্প্রতি সেই স্মৃতিই ফেরালেন এক মুসলিম ব্যক্তি। মহাভারত ধারাবাহিকের বিখ্য়াত সেই টাইটেল ট্র্যাকটি শোনা গেল তাঁর গলায়। যে ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

‘মহাভারত’ (Mahabharata) ধারাবাহিকে মহেন্দ্র কাপুরের গাওয়া গানটি নব্বইয়ের দশকের কচিকাঁচাদের মুখে মুখে ঘুরত। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলেই দুর্যোধন-দুঃশাসন-অর্জুন-কৃষ্ণের পুরান কাহিনি মন দিতে শুনতেন। বিআর চোপড়ার সেই সিরিয়ালের যে কতখানি মজ্জাগত হয়ে গিয়েছিল, তার প্রমাণ মিলল ২০২১-এও। নস্ট্যালজিয়া উসকে দিয়ে সেই ধারাবাহিকের টাইটেল ট্র্যাকটিই গাইলেন এক প্রৌঢ়। 

Advertisement

[আরও পড়ুন: ফোন হাতে নিলেই মুহূর্তে গায়েব সব ডেটা! কিশোরের আজব অসুখ দেখে থ ডাক্তাররাও]

দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার ডা. এসওয়াই কুরেশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভিডিওটা। সঙ্গে লেখেন, “রীতি ভাঙা ভিডিও।” যদিও প্রৌঢের নাম পরিচয় কিংবা ভিডিওটি কোথাকার, তা জানা যায়নি। ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, মাঠের মাঝে দাঁড়িয়ে গলা ছেড়ে গান করছেন তিনি। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় ফেজ টুপি। কোনওরকম বাদ্যযন্ত্র ছাড়াই গাইছেন ‘মহাভারত কথা…।’ তাঁর সুরেলা গলা মুগ্ধ করেছে নেটিজেনদের। এখনও পর্যন্ত এক লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। অনেকেই প্রৌঢ়ের অনবদ্য সংস্কৃত উচ্চারণের প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁর গায়কীরও তারিফ করছেন।

অন্য এক নেটিজেন আবার লিখেছেন, তিনি কোন ধর্মের কিংবা কী পোশাক পরেছেন, তা এখানে সত্যিই গৌণ। এমন সুন্দরভাবে গাওয়া গান যেন বারবার শুনতে ইচ্ছা করে। ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন প্রৌঢ়। সত্যিই এই ভারতবর্ষকেই তো চেনে বিশ্ব। যেখানে ইসলামের বিশ্বাসীও নিঃসংশয়ে কৃষ্ণের বাণী আওড়ান।

[আরও পড়ুন: OMG! অনলাইনেই শুক্রাণু অর্ডার করে গর্ভবতী তরুণী! দিলেন ফুটফুটে সন্তানের জন্মও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement