ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাক্তাররা বলেন, মিউজিক হল সবচেয়ে ভাল চিকিৎসা। যে কোনও রোগ সারাতে তাই আজকাল অনেকেই মিউজিক থেরাপির সাহায্য নেয়। কিন্তু রোগী নিজেই অপারেশন টেবিলে শুয়ে মিউজিক বাজাচ্ছে, এমন ঘটনার উদাহরণ ইতিহাসে বিরল। দক্ষিণ আফ্রিকার এক মিউজিশিয়ান সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়ে নজির সৃষ্টি করেছেন।
তাঁর নাম মুসা মানজিনি। পেশায় গিটারিস্ট। মাথায় মারাত্মক টিউমার হয়েছিল তাঁর। চিকিৎসকরা জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে তাঁকে। রোগীও পিছিয়ে আসেননি। তবে তাঁর একটাই অনুরোধ ছিল। অপারেশনের সময় তাঁর সঙ্গে থাকবে তাঁর প্রিয় গিটার। তাঁর আবেদন মেনে নেন চিকিৎসকরা। দুরবানের ইনকোসি অ্যালবার্ট লুথুলি সেন্ট্রাল হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তাঁর ইচ্ছামতোই চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের সময় সম্পূর্ণ অজ্ঞান করেননি। শুধু ওই বিশেষ জায়গায় অ্যানাস্থেশিয়া করা হয়েছিল। মুসার বাকি অঙ্গপ্রত্যঙ্গ ছিল সচল। আর তাই অস্ত্রোপচারের গোটা সময়টা তিনি গিটার বাজালেন। তাঁর বাজনায় উদ্ধুদ্ধ হন চিকিৎসকরাও। তাঁদের কাছে মিউজিক থেরাপির কাজ করে। তাঁরাও মনে শান্তি নিয়ে অস্ত্রোপচার করেন। মুসা নিজেও ঢুকে গিয়েছিলেন মিউজিকের মধ্যে। ফলে কখন অস্ত্রোপচার হয়ে যায়, টেরও পাননি তিনি। এই গোটা ঘটনার কথা জানিয়েছেন ডাক্তার রহেন হরিচন্দ্রপ্রসাদ।
[ চোরদের হাত থেকে সন্তানদের বাঁচাতে গরুর কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ]
ডাক্তার বাসিল এনিকের জানিয়েছেন, মুসার মস্তিষ্কে টিউমার ছিল। সেটি প্রায় ৯০ শতাংশ অস্ত্রোপচার করে বের করে আনা সম্ভব হয়েছে। তিনি এখন ভালই আছেন। ডারবানে নিজের বাড়িতেই রয়েছেন তিনি। তবে এমন ঘটনা কিন্তু প্রথমবার নয়। এর আগেও দু’বার এমন ঘটনা ঘটেছিল। ২০১৫ সালে স্পেনে একজন স্যাক্সোফোনবাদক অপারেশন থিয়েটারে তাঁর বাজনাটি নিয়ে গিয়েছিলেন। তিনিও মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় স্যাক্সোফোন বাজিয়েছিলে। তার আগে, ২০১৪ সালে নেদারল্যান্ডে একজন অপেরাগায়ক অস্ত্রোপচারের সময় গান গেয়েছিলেন। সেটিও ছিল মস্তিষ্কের অস্ত্রোপচার।
[ রোগীর কান থেকে জ্যান্ত পিঁপড়ে বের করলেন চিকিৎসক! ভাইরাল ভিডিও ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.