Advertisement
Advertisement

অনুমতি ছাড়া কেন জন্ম দিয়েছেন? মা-বাবার বিরুদ্ধে আইনি পথে সন্তান

আজব এক আদর্শে বিশ্বাসী স্যামুয়েল৷

Mumbai man to sue parent
Published by: Sulaya Singha
  • Posted:February 6, 2019 3:48 pm
  • Updated:February 6, 2019 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দুনিয়ায় কতই না রঙ্গ দেখা যায়৷ আর এ দুনিয়ার কীর্তি যতই জানা যায়, ততই অবাক হতে হয়৷ উপরে যাঁর ছবি দেখছেন সেই যুবকও অবাক করে দিয়েছেন গোটা দেশকে৷ কীভাবে? তাঁর এক ‘আজব’ দাবি তুলে ধরে৷ কেন তাঁর অনুমতি ছাড়া তাঁকে এ জগতের আলো দেখিয়েছেন বাবা-মা? এ প্রশ্নের উত্তর চান তিনি৷ আর শুধু উত্তরই নয়, বাবা-মা এমন ‘অপরাধ’ করায় তাঁদের বিরুদ্ধে মামলাও করতে চান যুবক৷

[প্রথা ভেঙে কন্যাদান ছাড়াই বিয়ে, নেটদুনিয়ায় প্রশংসা কুড়োচ্ছে এই ছবি]

অনেক দম্পতি মজা করে গল্প করেন, তাঁদের সন্তানরা জানতে চান, মা-বাবার বিয়ের ছবিতে কেন তাদের দেখা যায় না৷ কিন্তু সেসব কেবলই মশকরা৷ তবে মুম্বইয়ের ব়্যাপহিল স্যামুয়েল নিজের জন্ম বৃত্তান্ত নিয়ে বেশ সিরিয়াস৷ বাবা-মাকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তুলেছেন, কেন বিনা অনুমতিতে তাঁকে জন্ম দিয়েছেন তাঁর অভিভাবকরা৷ কেন তাঁদের দেওয়া জীবন নিয়ে বেঁচে থাকবেন তিনি৷

Advertisement

ভাবতে পারেন, কোনও একটি বিশেষ কারণে মা-বাবার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ২৭ বছরের যুবক৷ অথবা বাবা-মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়৷ কিন্তু আপনার ধারণা এখানেও ভুল৷ কারণ অভিভাবকদের সঙ্গে স্যামুলেয়ের সম্পর্ক একেবারেই খারাপ নয়৷ কিন্তু শুধুমাত্র সমাজে সম্মান পেতে এবং বংশবদ্ধির জন্য কোনও দম্পতির সন্তান জন্ম দেওয়ার বিষয়টি তাঁর না-পসন্দ৷ তাঁর মতে জন্ম দেওয়ার ভাবনাটাই সঠিক নয়৷ স্যামুয়েল বলছেন, “এক রাতে বাবা-মা নিজেদের আনন্দের জন্য আমাকে এই পৃথিবীতে নিয়ে এলেন৷ তারপর আমায় নিজের মতো করে বাঁচতে দেওয়া হবে না৷ তাহলে কেন সেই অভিভাবকদের সম্মান করা হবে? অভিভাবক আসলে একটি পদ৷ সেই পদটিকে আমি সম্মান করি না৷ সেই পদে অধীন মানুষটিকে করব৷ আর তখনই করব, যখন তিনি সেই সম্মানের যোগ্য হতে পারবেন৷” আম আদমির মগজে এমন যুক্তি না-ই ঢুকতে পারে৷ তবে এই আদর্শেই বিশ্বাসী স্যামুয়েল৷ নিজের সাজানো দুনিয়াকে তিনি এভাবেই দেখতে ভালবাসেন৷ আর ঠিক সেই কারণেই অনুমতি ছাড়া তাঁকে জন্ম দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement