Advertisement
Advertisement
Mumbai HC

আশি বছরের আইনি লড়াইয়ে জয়! ৯৩’এর বৃদ্ধাকে ব্রিটিশ আমলের ফ্ল্যাট ফেরাল হাই কোর্ট

১৯৪২ সালে ব্রিটিশ আইনে ফ্ল্যাট হাতছাড়া হয় বৃদ্ধার।

Mumbai HC Directs Govt to Hand Over Two South Mumbai Flats to 93-Year-Old Owner after 80 Years | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 6, 2023 3:45 pm
  • Updated:May 6, 2023 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ আমলের ফ্ল্যাট। হাতছাড়া হয়েছিল সাহেবি আইনে। তারপর ইতিহাস বদলায়। স্বাধীন হয় ভারত। যদিও হকের ফ্ল্যাট ফেরত পাননি মহিলা। তবে কিনা আইনি লড়াই ছাড়েননি তিনি। দাঁতে দাঁত চেপে ধৈর্য্যের লড়াইয়ে মধুর জয় এল শেষ পর্যন্ত। তবে কিনা আট দশক ডিঙিয়ে। সম্প্রতি মুম্বই হাই কোর্ট ৯৩ বছর বয়সি বৃদ্ধাকে দক্ষিণ মুম্বইয়ের দু’টি ফ্ল্যাট ফেরানোর নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকারকে।

গত ৮০ বছর ধরে যে ফ্ল্যাট দুটিকে নিয়ে মামলা চলছিল সেগুলি রয়েছে রুবি ম্যানসনের একতলায়। একটির আয়তন ৫০০ বর্গফুট এবং অন্যটি ৬০০ বর্গফুট। ১৯৪২ সালের ২৮ মার্চ ফ্ল্যাট দু’টি পরাধীন ভারতের প্রতিরক্ষা আইনে অধিগ্রহণ করেছিল ব্রিটিশ সরকার। যদিও ১৯৪৬ সালের জুলাই মাসে ডি-রিকুইজিশনের নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ফ্ল্যাট ফেরত পাননি অ্যালিস ডিসুজা নামের বৃদ্ধা।

Advertisement

[আরও পড়ুন: সাহসী রিল বানাতে ট্রেনের সামনে দৌড়! কাটা পড়ে মৃত্যু নবম শ্রেণির পড়ুয়ার]

বৃদ্ধা আদালতে অভিযোগ করেন, ফ্ল্যাটগুলি বর্তমানে একজন প্রাক্তন সরকারি কর্তার আইনগত উত্তরাধিকারীরা দখল করে রেখেছে। যা ফেরত চান তিনি। শেষ পর্যন্ত গত ৪ মে মুম্বই হাই কোর্টের বিচারপতি আরডি ধানুকা এবং এমএম সাথয়ে নির্দেশ দেন, অবিলম্বে মহারাষ্ট্র সরকারকে দু’টি ফ্ল্যাট ফেরত দিতে হবে প্রাকৃত মালিক ৯৩ বছরের অ্যালিস ডিসুজাকে।

[আরও পড়ুন: বিমানে কাঁকড়াবিছের কামড় খেলেন যাত্রী, ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement