Advertisement
Advertisement

গাড়ির চাকায় পিষ্ট হয়েও প্রাণে বাঁচল কিশোর, জানেন কীভাবে?

দেখুন সেই ভিডিও৷

Mumbai: Car runs over boy,watch what happens next
Published by: Sayani Sen
  • Posted:September 27, 2018 6:04 pm
  • Updated:September 27, 2018 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বোধহয় বলে, রাখে হরি তো মারে কে? শরীরের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ার পরেও দিব্যি বেঁচে গেল এক কিশোর৷ শুধু প্রাণে বাঁচল তাই না, রীতিমতো ফুটবল খেলতেও শুরু করে সে৷ মুম্বইয়ের এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল৷ নজর কেড়েছে সকলের৷ এভাবে বাঁচা সম্ভব, ভিডিও দেখে এই প্রশ্ন করছেন অনেকেই৷

[যমজ সন্তানের জন্ম দিলেন যমজ চিকিৎসক, জানেন কোথায়?]

মুম্বইয়ে বহুতলের নিচে বেশ কয়েকজন কিশোর ফুটবল খেলছিল৷ যেখানে খেলছিল তারা, সেখানে বেশ কয়েকটি গাড়িও রাখা ছিল৷ একটি  গাড়ির সামনে বসেই জুতো ঠিক করছিল এক কিশোর৷ আচমকাই ওই গাড়িতে এসে বসেন শ্রদ্ধা মনোজ চন্দ্রকার নামে এক মহিলা৷ কোনও কিছু না দেখেই গাড়ি চালাতে শুরু করেন তিনি৷ কিশোরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন৷ সকলেই ভেবেছিলেন বোধহয় আর রক্ষা নেই কিশোরের৷ এভাবে প্রাণহানিই কপালে লেখা রয়েছে তার৷ চোখের সামনে বন্ধুর প্রাণহানির কথা ভেবেই শিউড়ে উঠেছিল কিশোররা৷ কিন্তু না, মুহূর্তের মধ্যেই বদলে গেল ছবিটা৷ গাড়ি চলে গেল নিজের গতিতেই৷ কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ির নিচ থেকে দিব্যি উঠে দাঁড়াল ওই কিশোর৷ কোনও চোটই পায়নি কিশোর৷ গায়ের ধূলো ঝেড়ে আবারও বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা শুরু করে সে৷

Advertisement

[স্বামী কুৎসিত, চুম্বনের সময় কামড়ে জিভ ছিঁড়ল অন্তঃসত্ত্বা স্ত্রী!]

২৪ সেপ্টেম্বরের এই ঘটনার সিসিটিভি ফুটেজ নেটদুনিয়ায় ভাইরাল৷ বেঙ্গালুরু থানার পুলিশ এই ভিডিওটি টুইট করে৷ এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বলেই উল্লেখ করা হয় ওই টুইটে৷

টাইমলাইনে টাইমলাইনে ঘুরছে কিশোরের পুনর্জন্মের ভিডিও৷ এভাবে বেঁচে ফেরাও যে সম্ভব তা বিশ্বাস করতে পারছেন না কেউই৷ নেটিজেনদের একাংশ গাড়িচালক ওই মহিলার গ্রেপ্তারির দাবি তোলেন৷ আবার কেউ কেউ বহুতলের নিচে গাড়ি পার্কিং করা উচিত নয় বলেও সরব হন৷

[মহিলা সহকর্মীর সঙ্গে প্রাতঃরাশ, গ্রেপ্তার যুবক]

শ্রদ্ধা মনোজ চন্দ্রকার নামে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বেপরোয়াভাবে গাড়ি চালানোর ধারায় মামলা রুজু হয়৷ যদিও গ্রেপ্তারির কয়েকঘণ্টার মধ্যেই জামিনে মুক্তিও পেয়ে যান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement