সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন দফার লোকসভা ভোটে কমেছে ভোটের হার। চিন্তিত নির্বাচন কমিশন (Election Commission of India। এই অবস্থায় ভোটদানে উৎসাহ দিতে আকর্ষণীয় ঘোষণা দিল গুরুগ্রাম (Gurugram) জেলা প্রশাসন। আগামী ২৫ মে লোকসভা ভোট রয়েছে ওই এলাকায়। ওইদিন ভোটদানের পর গুরুগ্রামের কোনও মার্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে মিলবে বড়সড় ছাড়। এমনকী মাল্টিপ্লেক্সের খাবারেও ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যাবে বলে জানাল প্রশাসন।
আগামী ২৫ মে হরিয়ানার ১০ লোকসভা আসনে নির্বাচন। ভোট রয়েছে গুরুগ্রামেও। জেলা প্রশাসনের এক আধিকারিক বুধবার জানান, ভোটদানের পর মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে টিকিটে ছাড় পাওয়া যাবে। তবে আঙুলের ভোটের কালি দেখাতে পারলে তবেই মিলবে সুবিধা। একই উপায়ে খাবার এবং নরম পানীয়তেও বেশ কিছুটা ছাড় পাওয়া যাবে। এমনকী কিছু মাল্টিপ্লেক্সে বিনামূল্যে খাবার দেওয়া হবে। বুধবার মাল্টিপ্লেক্স চেনের সঙ্গে গুরুগ্রামের নির্বাচনী আধিকারিকের বৈঠকের পরে ছাড়ের কথা ঘোষণা করা হয়। উল্লেখ্য, আগেই ভোটারদের উৎসাহ দিতে গুরুগাম জেলা প্রশাসন ভারতের জাতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ করেছে।
ভোটপ্রচারে রাজনৈতিক দলগুলির কাদা ছোড়াছুড়ির মধ্যে এর আগেও অন্য খবর দিয়েছিল নির্বাচন কমিশন। উত্তরাখণ্ডে ভোটদানের পর হোটেল বা রেস্তরাঁয় খেতে গেলেই খাবারের বিলে ২০ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করেছিল রাজ্য প্রশাসন। গুরুগ্রামের মতোই আঙুলে ভোটের কালি দেখালেই ছাড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে, জানায় প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.