সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আড্ডা হোক বা তর্কবিতর্ক। মনখারাপ কিংবা মনে আনন্দের জোয়ার। সবসময়ের সঙ্গী এক কাপ চা। এই গরম পানীয়ে গলা ভেজাতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। চা খেতে তো ভালবাসেন। কিন্তু বিশ্বের উচ্চতম চায়ের ঠেক কোথায় রয়েছে জানেন? সম্প্রতি ‘বিশ্বের উচ্চতম চায়ের ঠেক’ই (World’s Highest Tea Party) জায়গা করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
আমেরিকার অভিযাত্রী অ্যান্ড্রু হিউ এবং তাঁর সহঅভিযাত্রীরা খুম্বু আইসফল পেরিয়ে এভারেস্ট অভিযান করেন। দুর্গম পথ পেরনো মোটেও মুখের কথা নয়। শেরপা এবং চমরি গাইদের সঙ্গে নিয়ে দুর্গম পথ পেরিয়ে সাফল্য আসে অ্যান্ড্রু হিউ এবং তাঁর সহঅভিযাত্রীদের।। প্রথমবার ২০১৯ সালে এভারেস্ট জয় করেন অ্যান্ড্রু। পরেরবার ২০২১ সালে ফের এভারেস্ট অভিযান করেন অ্যান্ড্রু। তবে সেই সময় এভারেস্ট অভিযান মোটেও সহজ ছিল না। কারণ, করোনা ভাইরাসের প্রকোপে তখন গোটা বিশ্ব কাঁপছে। তাই সহযাত্রীদের সঙ্গ পাওয়াই হয়ে গিয়েছিল অত্যন্ত কঠিন।
২০২১ সালে অভিযানের সময় এভারেস্টের দ্বিতীয় বেসক্যাম্পে টি পার্টির আয়োজন করেন অ্যান্ড্রু। সাদা বরফে ঢাকা এভারেস্টের চূড়ায় বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে গলা ভেজান অ্যান্ড্রু এবং তাঁর সহঅভিযাত্রীরা। গরম চায়ের সঙ্গে স্ন্যাকসেরও আয়োজন করেন পর্বতারোহী। ‘বিশ্বের উচ্চতম চায়ের ঠেকে’র রোমাঞ্চকর অভিজ্ঞতাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Record) জায়গা করে নিয়েছে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ‘বিশ্বের উচ্চতম চায়ের ঠেক’ জায়গা করে নেওয়ার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অ্যান্ড্রু। কত কষ্ট করে করোনা কালে দ্বিতীয়বার এভারেস্ট অভিযান করেছিলেন সেকথা সোশ্যাল মিডিয়ায় লেখেন তিনি।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.