Advertisement
Advertisement
Uttar Pradesh

সে কী!‌ গোরক্ষপুরে গণবিবাহের আসরে একসঙ্গে বিয়ে সারলেন মা–মেয়ে দু’‌জনেই

৫৩ বছর বয়সি ওই মহিলা বিয়ে করলেন নিজের দেওরকেই।

Mother, Daughter Get Married on the Same Day at Mass Wedding Ceremony in Gorakhpur | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:December 13, 2020 5:46 pm
  • Updated:December 13, 2020 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ বয়স কেবল সংখ্যামাত্র। বিভিন্ন ক্ষেত্রেই এই কথাটি ব্যবহৃত হয়। আরও একবার তার প্রমাণ পাওয়া গেল। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে আয়োজিত গণবিবাহে মা–মেয়ে একসঙ্গেই বসলেন বিয়ের পিঁড়িতে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি।

সাধারণত বহু রাজ্যেই গণবিবাহের আসর বসে। কখনও সরকারি সহায়তায়, কখনও আবার ব্যক্তিগত উদ্যোগে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সম্প্রতি সেরকমই গণবিবাহের আসর বসেছিল। Mukhyamantri Samuhik Vivah Yojna অনুযায়ী অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। তাতেই ঘটে এই অদ্ভুত ঘটনা। যেখানে মা–মেয়ে একসঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছেন। 

Advertisement

[আরও পড়ুন: নজিরবিহীন! স্ত্রীর কেরিয়ারের স্বার্থে চাকরি ছাড়ছেন ফ‌্যাশন স্টোরের উচ্চপদস্থ কর্তা]‌

জানা গিয়েছে, ওই মহিলার নাম বেলি দেবী। ৫৩ বছর বয়সি মহিলার স্বামী হরিহর ২৫ বছর আগেই মারা গিয়েছিলেন। তারপর থেকে একাই পাঁচ সন্তানকে বড় করেন। এর মধ্যে দুই ছেলে এবং দুই মেয়ের বিয়েও দেন। বাকি ছিল ছোট মেয়ে। সম্প্রতি গণবিবাহের আসরেই ছোট মেয়ে ইন্দুর বিয়ে দেবেন বলে ঠিক করেন। কিন্তু ২৭ বছর বয়সি মেয়ের বিয়ের আসরে তিনি নিজেও বিয়ে করলেন। বর মৃত স্বামীর ভাই এবং সম্পর্কে ওই মহিলার দেওর। তাঁর নাম জগদীশ। পেশায় কৃষক ৫৫ বছরের ওই ব্যক্তি। তিনিও এতদিন অবিবাহিতই ছিলেন। ওই অনুষ্ঠানে মোট ৬৩টি যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর মধ্যে এক মুসলিম যুগলও ছিল।

এই বিয়ে প্রসঙ্গে বেলি দেবী বলেন, ‘‌‘‌আমার দুই ছেলে এবং দুই মেয়ের বিয়ে ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাই ছোট মেয়ের বিয়েতেই দেওরকে বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিই। এতে আমার সন্তানরা প্রত্যেকেই খুশি।’‌’‌ এদিকে, ২৯ বছর বয়সি রাহুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছে ইন্দুর। তবে মায়ের বিয়েতেই যেন সবচেয়ে বেশি আনন্দিত তিনি। বলে, ‘‌‘‌আমার মা এবং কাকা দু’‌জনে মিলে আমাদের বিয়ে দিয়েছে। এতদিন ওঁরা আমাদের খেয়াল রাখত, এবার নিজেদের খেয়াল রাখতে পারবে।’‌’ এই ঘটনা প্রকাশ্যে আসার পর অনেকেই অবাক হয়েছেন। তবে কেউ কেউ ওই মহিলার এই কাজকে সমর্থনও জানিয়েছেন।‌

[আরও পড়ুন: আজও রহস্যে মোড়া আমেরিকার এরিয়া ৫১! এলিয়েনদের গল্পের আড়ালে লুকিয়ে কোন সত্যি?]‌

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement